সময়ের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করা হয় কেন
আমরা বিভিন্ন কাজে বা কাজ করার জন্য সময় দেখে থাকি। কিন্তু সময়ের মধ্যে AM ও PM কেন থাকে সে সম্পর্কে কি আমাদের সঠিক ধারনা আছে। বলতে গেলে আমরা সবাই জানি রাত ১২ টা হতে দুপুর ১১.৫৯ পর্যন্ত AM এবং দুপুর ১২ টা হতে রাত ১১.৫৯ পর্যন্ত PM। কিন্তু এরুপ দেখানোর আসেল কারন সম্পর্কে আমাদের সঠিক ধারনা নাও থাকতে পারে। আজ আপনি এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই পোস্ট এর মাধ্যমে। তাই গুরুত্ব সহকারে পুরো পোস্টটি পড়ুন।
প্রিয় পাঠক আমাদের অনেক বিষয়ে জানা থাকতে পারে কিন্তু সময়ের ক্ষেত্রে AM ও PM দেখানোর বা বলার আসল কারল এখনো অনেকের জানার বাইরে। আসুন এ সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভূমিকা
আমরা চাকুরী বা দৈনন্দিন কাজ সম্পর্নের জন্য সময় দেখে থাকি। এককথায় বলতে গেলে আমরা সময়ের উপর নির্ভরশীল। পূর্বের মানুষ সূর্য বা চাঁদ, নক্ষত্রকে কেন্দ্র করে সময় অনুমান করতো। কিন্তু আধুনিক এই সময়ে আমরা ঘড়িতে সময় দেখে অভ্যস্ত।AM ও PM এর পুরো অর্থ
AM বলতে বোঝানো হয় অ্যন্টি মেরিডিয়েম। অনেকে AMবলতে আফটার মিডনাইট হিসাবে অনুমান করেন কিন্তু এটি ভুল ধারনা। সঠিক হলো অ্যান্টি মেরিডিয়েম।আরো পড়ুন: মানুষ ইগনর করে বা এরিয়ে চলে কেন
PM বলতে বোঝানো হয় পোস্ট মেরিডিয়েম। অনেকে PM বলতে পোস্ট মিডনাইট হিসাবে অনুমান করেন কিন্তু এটি ভুল ধারনা। সঠিক হলো পোস্ট মেরিডেয়েম
সময়ের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করা হয় কেন
এখন আসুন সময়ের ক্ষেত্রে AM ও PM ব্যবহার করার হয় কেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।খ্রিস্টপূর্ব আনুমানিক ১৫০০ সালের দিকে মিশরীয়রা রাত এবং দিন এরপুরো সময়কে ১২ ঘন্ট করে দুইভাগে ভাগ করে। যা AM ও PM হিসাবে ভাগ করা হয়েছে। এখানে AM বলতে রাত ১২ টা হতে দুপুর ১১ টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত সময় হলো AMবা অ্যান্টি মেরিডেয়েম যার বাংলা হলো মধ্যাহ্নের আগে বা পূর্বে। PM এর পূর্ন নাম হলো পোস্ট মেরিডিয়েম যাকে মধ্যাহ্নের পরের সময়কে বোঝায়। এই সময়টিকে বলা হয় মধ্যাহ্নের পরের সময় সেটি দুপুর ১২ টা থেকে শুরু করে রাত ১১টা ৫৯ মিনিট ৫৯ সেকেন্ড পর্যন্ত। এমতাবস্থায় এ সময়কে সংক্ষেপে PM হিসাবে ধরা হয়।
শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করি এই পোস্ট এর মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত তথ্য খুজে পেয়েছেন। এরকম আরো গুুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের হোম পেজ ফলো রাখতে পারেন। ধন্যবাদ
উপসংহার
আমরা সময় সবাই দেখি কিন্তু এই সাধারন বিষয় হয়তো আমাদের সবার জানা নেই কেন সময়ের মাঝে AM ও PM দেখানো হয়। তাই আজ আপনি খুব সহজেই যেনে নিয়েছেন সময়ের মাঝে AM ও PM দেখানো কারন সম্পর্কে।শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করি এই পোস্ট এর মাধ্যমে আপনি আপনার কাঙ্খিত তথ্য খুজে পেয়েছেন। এরকম আরো গুুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের হোম পেজ ফলো রাখতে পারেন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url