মেয়েদের যে ৮টি ভুলে সংসারে সুখ আসেনা

প্রিয় পাঠক আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা বিবাহিত জীবনে অনেক সময় দুঃখ ও অশান্তির সম্মুখিন হয়ে থাকি। যদিও সুখ শান্তি মহান আল্লাহ তায়ালার নিকট হতে আসে। এর পরেও আমাদের যে সকল ভুলের কারনে সংসারে অশান্তি বাড়তে পারে যা আমাদের জানা নেই। একটি সংসারে সুখ আনা অনেকটা নির্ভর মরে মেয়েদের উপর। তাই আসুন মেয়েদের যে ভুলে সংসারে সুখ আসেনা সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
 
মেয়েদের যে ৮টি ভুলে সংসারে সুখ আসেনা

কথায় আছে সংসার সুখি হয় রমনির গুনে। কিন্তু সংসারের রমনি যদি ভাল না হয় তাহলে সে সংসারে সুখ আসা অসম্ভব। তাই মেয়েদের বেশকিছু বিষয়ের উপর নজর রাখা জরুরী।

ভূমিকা

একটি সংসার সুখি করতে গেলে পুরুষ ও মহিলার উভয়ের গুরুত্ব থাকতে হবে। পুরুষরা জীবনের চাহিদায় বাহিরে কাজ করবে এবং সংসার চালাবে। সেই সংসার কিভাবে চালালে সেই সংকারে সুখ আসবে তা অনেকটাই মেয়েদের উপর অর্পিত থাকে। তাই মেয়েদের নিচের বিষয়গুলো মেনে চলা জরুরী।

মেয়েদের যে ৮টি ভুলে সংসারে সুখ আসেনা

এখন আমরা জানবো মেয়েদের যে ভুলের কারনে সংসারে সুখ আসেনা সে সম্পর্কে।
 
আরো পড়ুন: একজন ভাল মানুষের গুনাবলি

১. সকালে দেরি করে ঘুম থেকে উঠা

খুব সকালে ঘুম থেকে উঠা আল্লাহ তায়ালার খুব বড় নিয়ামত। যে দেরিতে ঘুম থেকে উঠে সে অনেক কিছু নিয়ামত মিস করে। সকালে ঘুমথেকে তাড়াতাড়ি উঠলে যেমন আপনার শরীর সুস্থ থাকে সকালের আলো বাতাস শরীরের জন্য খুব উপকারী। এছাড়াও তাড়াতাড়ি ঘুমথেকে উঠলে সংসারের সমস্ত কাজ আপনি অনায়াসে করে ফেলতে পারেন। তাই যে নারী সকালে ঘুম থেকে দেরিতে উঠবে সে সংসারে সুখ আসা কঠিন।
 
আরো পড়ুন: কিভাবে একজন ভাল স্বামী হওয়া যায়।

২. স্বামীর ইনকামে সন্তুষ্ট না থাকা

যে নারী তার স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকেনা সে সংসারে সুখ আসাটা কষ্টসাধ্য। নারীরা যদি স্বামীর ইনকামকে মানিয়ে নিয়ে সে অনুপাতে সংসার খরচ করতে শিখে তাহলে সহজেই সেই সংকার সুখি হয়। কিন্তু নারীরা যদি স্বামীর আয়ে সন্তুষ্ট না থাকে তাহলে কোন এক সময় স্বামীকে অবৈধ পথে ইনকাম করতে হয়। যার ফল স্বরুপ খুব খারাপ হয়। তাই যে নারী স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকেনা সে সংসারে সুখ আসেনা।

৩. স্বামীর মতামতের গুুরুত্ব না দেওয়া

কোন স্ত্রী যদি তার স্বামীর মতামতের গুরুত্ব না দেয় তাহলে সে সংসারে সুখ আসবেনা। তাই স্বামীকে তারা মতপ্রকাশের সুযোগ দিতে হবে। কোন স্ত্রী যদি সে নিজে নিজের মত করে চলতে চায় বা চালাতে চায় অন্যকে গুুত্ব না দেয় তাহলে সে সংসারে অশান্তি লেগে থাকবে।

৪. ফজরের নামাজ কাজা করা

আল্লাহ তায়ালা ফজরের নামাজের মধ্যে অনেক নিয়ামত দান করেছেন। কোন নারী যদি ফজনের নামাজ আদায় করে তাহলে সে সংসারে আল্লাহর বরকত নাজিল হয়। আর সে সংসারে নারীরা ফজরের জামাজ কাজা করে তারমানে সে দেরি করে ঘুম থেকে উঠে তাহলে সে সংসারে আল্লাহর বরকত কমে যায় ফলে সে সংসারে সুখশান্তি আর থাকেনা।
 
আরো পড়ুন: ভাল স্ত্রী হওয়ার কৌশল

৫. ফরজ গোসলে অলসতা করা

ফরজ গোসল খুব গুরুত্বপূর্ণ একটি আমল। যখন গোসল ফরজ হয় সঙ্গে সঙ্গে তা করে ফেলা উত্তম। তাই সংসারে সুখ আনতে অবশ্যই ফরজ গোসলে অলসতা করা যাবেনা।

৬. পুরুষের থেকে নিজেকে বুদ্ধিমান ভাবা

যে নারী তার স্বামীর থেকে নিজেকে জ্ঞানি মনে করে সে নারী তার স্বামীকে পাধান্য দেয়না এটায় স্বাভাবিক। আর এই ভুল যে নারী করে বা করবে সে সংসারে মহান আল্লাহ তায়ালা বরক ও উন্নতি দান করবেন না। তাই নারীরা কখোনো নিজেকে পুরুষের থেকে বুদ্ধিমান ভাববেননা। হা উভয়ে আলোচনা করে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।

৭. ইচ্চাকৃতভাবে নামাজ দেরি কর আদায়

আল্লাহ তায়ালা ঐ ব্যক্তিতে সবথেকে বেশি ভালোবাসে যে নামাজ সঠিক সময়ে আদায় করে। কোন কাজ ছাড়া যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায়ে দেরি করে তাহলে তার সংসারে সুখ ও বরকত কমে যায়।

৮. আত্মীয় ও পারিবারিক বন্ধন ছিন্ন করার চিন্তা থাকা

কোন নারী যদি আত্মীয় ও পারিবারিক বন্ধন ছিন্ন করার চিন্তা করে বা বন্ধন ছিন্ন করে তাহলে তার সংসারে সুখ আসবেনা। আত্মীয় ও পারিবারিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এই বন্ধনে আবদ্ধ থাকেন এবং সকলের সাথে ভাল সম্পর্ক রাখেন তাহলে আপনার বিপদে খুব সহজেই অন্যকে পাশে পাবেন।

উপসংহার

সংসার সুখের হওয়ার ব্যাপারে নারীদের মনোযোগী হওয়াটা জরুরী। নারীরা যদি এই সমস্ত ভুলগুলো করে তাহলে সে খুব সহজেই তার পরিবারের সুখ শান্তি হারিয়ে ফেলতে পারেন।

শেষ কথাঃ প্রিয় পাঠক আশা করি এই পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। আপনি আপনার সুভাকাঙ্খিকে সচেতন হওয়ার জন্য এবং উপকৃত হওয়ার জন্য এই পোস্টটি শেয়ার করতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের পেজে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url