এমপক্স এর লক্ষন-এমপক্স কিভাবে ছড়ায়
এমপক্স বর্তমানে আন্তজাতিক স্বাস্থ্য সংস্থার নতুন চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরী অবস্থা জারি করেছে। এটি একটি ভাইরাস জনিত রোগ। এই রোগ প্রথমে প্রাণীর দেহ হতে সংক্রমিত হয়ে থাকলেও তা বর্তমানে মানুষের শরীর থেকে আরেক জনের শরীরে বংশ বিস্তা করছে। এমপক্সের কিছু লক্ষ রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে।
এমপক্স একটি সংক্রমন ও ভাইরাজ জনিত রোগ। এমপক্স কিভাবে ছড়ায় সে সম্পর্কে আমাদের ধারনা রাখা জরুরী। তাই আর দেরি না করে আসুন এমপক্স সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ভূমিকা
এমপক্স প্রথমে আফ্রিকা মহাদেশে প্রথমে লক্ষ করা যায়। এই দেশে প্রথম সংক্রমিত ব্যক্তি পাওয়া যায়। এটি মুলত বানরে শরীর থেকে হওয়া একটি রোগ এজন্য একে মানকি পক্সও বলা হয়ে থাকে। এই রোগ হলো শরীরে অসজ্য ব্যথা অনুভূত হয়। শরীরে জ্বর, মাথাব্যথা, পিঠ ও শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা অনুভব হয়।এই রোগ প্রথমে আফ্রিকা মহাদেশে সনাক্ত করা গেলেও সম্প্রতি এটি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সম্প্রতি এটি এশিয়ার দেশ পাকিস্তানে লক্ষ্য করা গেছে। এমতাবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সারা বিশ্বব্যপি জরুরী অবস্থা জারি করেছেন।
# শরীরে জ্বর আসা। এমপক্ষ হওয়ার আগে আপনার শরীরে জ্বর আসবে।
# শারা শরীরে ব্যথা অনুভব হবে। ঘাড়, বাহু সহ শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা অনুভব করবেন।
এমপক্স এর লক্ষন
এমপক্স একটি ভাইরাজ জনিত রোগ। এ রোগের লক্ষ্যনগুলো নিচে সংক্ষেপে আলোচনা করা হলোঃ# শরীরে জ্বর আসা। এমপক্ষ হওয়ার আগে আপনার শরীরে জ্বর আসবে।
# শারা শরীরে ব্যথা অনুভব হবে। ঘাড়, বাহু সহ শরীরের বিভিন্ন পেশিতে ব্যথা অনুভব করবেন।
আরো পড়ুন: চিকেন পক্স এর লক্ষন ও প্রতিকার
# প্রচন্ড মাথা ব্যথা অনুভ করা।
# শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যাওয়া ও ব্যথা অনুভব করা।
# খাবারের প্রতি অবস্বাদ হওয়া।
# জ্বর হওয়ার ২-৩ দিনের মধ্যে মুখমন্ডল থেকে শুরু করে হাত, হাতের তালু, পা ও পায়ের তালুতে ফুসকুড়ি হওয়া এবং সেগুলোতে ব্যথা হয় এবং সেগুলো চুলকায়।
এমপক্ষ কিভাবে ছড়ায়
এমপক্স একটি ভাইরাস জনিত রোগ। প্রথমে এটি পশুর শরীর থেকে উৎপত্তি হলেও বর্তমানে এই রোগে আক্রান্ত মানুষের সংস্পর্শে আসাতেও ছড়াচ্ছে। নিচে এ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।# এ রোগের মুল বাহক হলো বানর। এ রোগ প্রথমে বানরের শরীর থেকে মানুষের মধ্যে এসেছে। মুলত আফ্রিকা মহাদেশের আক্রান্ত বানর মানুষের সংস্পর্শে আসার পরে তা মানুষকে সংক্রমিত করে।
# এমপক্সে আক্রান্ত মানুষের সাথে উঠাবসা, চলাফেরা, পোশাক অন্য কেউ লাড়লে বা স্পর্শ করার কারনে এই রোগ ছড়াতে পারে।
# এমপক্সে আক্রান্ত মানুষের বিছানা ব্যবহার করলেও এ রোগ ছড়াতে পারে।
# এমপক্সে আক্রান্ত মানুষের কাছাকাছি থাকলেও এ রোগ হতে পারে।
# সমকামিতার মত কাজ করার ফলেও এই রোগ হচ্ছে বলে ধারনা করা যাচ্ছে।
এমপক্স রোগে আক্রান্ত হলে করনীয়
আপনি যদি এমপক্সে আক্রান্ত হয়ে থাকেন তাহলে দ্রুত আপনার কিছু করনীয় রয়েছে যেগুলো আপনাকে অনুসরন করা খুব জরুরী। আসুন সে সম্পর্কে আলোচনা করা যাক।# এ রোগে আক্রান্ত হলে আপনি দ্রুত পরিবারের অন্যান্য সদস্যদের থেকে বিরত থাকুন।
# আপনি আপনার থাকার ঘর আলাদা করে নিন। পরিবারের অন্যান সদস্যদের আপনার কাছে আসতে দিবেন না এমনকি আপনিও যাবেন না।
# আপনার ব্যবহৃত পোশাক আপনি নিজে ছুবেন কাওকে ছুতে দিবেন না।
আরো পড়ুন: প্রসাব ও পায়খানা আটকে রাখার ক্ষতি
# আপনার খাবার অন্য কেউ রেখে যাবে তার পর সেখান থেকে নিয়ে আপনি খাবেন।
# এ রোগ হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সম্ভব হলে হাসপাতালে যেতে হবে। এছাড়াও সরকারি হট লাইন নাম্বারে যোগাযোগ করতে হবে।
সচেতনতা মুলক তথ্য
সাধারণত এই রোগে আক্রান্ত হলে মৃত্যুর হার কম সেই জন্য তেমন একটা ঝুঁকি থাকেনা। তবে শিশুদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। সাধারনত এই রোগ ২-৪ সপ্তাহ শরীরে স্থায়ী হয়ে থাকে। এর পর এটি নিজে নিজেই ভাল হতে থাকে। এটি অনেকটা চিকেন পক্স এর মত।উপসংহার
এমপক্স বর্তমানে একটি নতুন আতঙ্ক মহামারী আকার ধারন করছে। সম্প্রতি এই রোগ আফ্রিকা, ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমিত হয়ে এশিয়ার দেশ পাকিস্তানে দেখা দিয়েছে। এ সম্পর্কে আমাদের সকলকে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে এবং সচেতন থাকতে হবে।শেষ কথাঃ প্রিয় পাঠন আশা করি এই পোস্টটি আপনার উপকারে আসবে। আপডেট ব্লগ২৪ এরকম আরোগ গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আপনাদের মাঝে তুলো ধরার চেষ্টা করে যাচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের মুল পেজে আসতে পারেন। এবং আপনার সুভাকাঙ্গীকে সচেতন করতে এই পোস্টটি শেয়ার করুন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url