আজানের সময় কুকুর কান্না করে কেন-রাতে কুকুর কান্না করে কেন

আমরা প্রায় লক্ষ্য করি আজানের সময় কুকুর কান্না করে। এ সম্পর্কে আমাদের মধ্যে বিভিন্ন মতভেত রয়েছে। যারা আজানের সময় কুকুর কেন কান্না করে সে সম্পর্কে জানতে চান আজকের পোস্টটি তাদের জন্য। তাই আশা করি এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে দয়া করে পুরো পোস্টটি পড়ুন।

আজানের সময় কুকুর কান্না করে কেন

কুকুর আমাদের পোষা প্রাণীগুলোর মধ্যে একটি। এছাড়াও কুকুর আমাদের এলাকায় বা গ্রামে প্রচুর পরিমানে লক্ষ করা যায়। আমরা প্রায় সময় লক্ষ্য করি রাতে কুকুর কান্না করে বা অদ্ভুত শব্দ করে। কি কারনে এই শব্দ করে সে সম্পর্কে আমাদের বিভিন্ন মতভেদ রয়েছে। আসুন সে সম্পর্কে বিস্তারিত জানা যাক।

ইসলামের দৃষ্টিতে আজানের সময় কুকুর কান্না করা বা অদ্ভুদ শব্দ করার কারন

বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে যে, আজানের সময় শয়তান এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে এবং এ সময় বায়ু ত্যাগ করতে করতে শয়তান সেই স্থান থেকে পালাতে থাকে যাতে করে সে আজানের শব্দ শুনতে না পায়। আর এই ছুটাছুটিগুলো মানুষ ব্যতীত অন্যান্য প্রাণীগুলো কখনো কখনো দেখতে পায়। যখন কুকুর সেই ছুটাছুটিগুলো দেখতে পায় তখন সে ভয় পেয়ে কান্না করতে পারে। আজান শেষ হলে আবার শয়তাল ফিরে আসে। নামাজের জন্য যখন একামত দেওয়া হয় তখন আবার শয়তান পলাতে থাকে। মানুষ যখন নামাকে ডারিয়ে যায় তখন শয়তান এসে মানুষকে বিরক্ত করতে থাকে। এমন যে আপনি যে কথাগুলো নামাজের পূর্বে কখনো কল্পনাও করেননি সেই সমস্ত কিছু শয়তান আপনাকে মনে করিয়ে দেয়। এমতাবস্থায় শয়তান আমাদের প্রকাশ্য দুশমন।

আরো পড়ুন: বাড়ীতে বিড়াল পোষা কি জায়েজ

অন্যান্য ব্যক্তিগনের মতে

কুকুরের শ্রবণশক্তি খুব শক্তিশালী। সে অল্পতে যেকোন বিষয়ে শুনতে সক্ষম। এমতাবস্থায় আজানের শব্দে কুকুর এরকম শব্দ করে থাকে সেই শব্দ থেকে রেহায় পাওয়ার জন্য। তাদের মতে কুকুর যোহন কিংবা আসরের সময় খুব কম শব্দ করে। কারন সে সময় চারিদিকে কোলাহলপূর্ণ অবস্থায় থাকে। সেই সময় আজানের শব্দ ভালভাবে শুনতে পাইনা। কিন্তু ফজর, মাগরীব ও এশার সময় সাধারণত বাইরের শব্দ তেমন একটা বেশি থাকেনা তাই এসময় কুকুর এ ধরনের শব্দ একটু বেশি করে। তাদের মতে শুধু আজানের শব্দে কুকুর কান্না করেনা উচ্চস্বরে মিউজিক বাজলে অথবা এ্যাম্বুলেন্সের শব্দেও কুকুর এমন কান্না বা অদ্ভুদ শব্দ করে থাকে।

এছাড়াও কুকুর যে কারো চাহোনী দেখেও বুঝতে পারে সে তার দিকে রাগান্নিত ভাবে তাকাচ্ছে না সহানুভুতির সহিত তাকাচ্ছে যেখানে আমরা মানুষ একসঙ্গে বসবাস করে কারো চোখের দৃষ্টি দেখে তা বুঝতে পারিনা।

বৈজ্ঞানিকদের মতে কুকুরের কান্না করার কারন


কুকুর বৈজ্ঞানিকদের মতে কান্না করেনা। কুকুর সেই রকম অদ্ভুদ শব্দকরার কারন হলো তারা সেই ভাবে তার সঙ্গিনীকে বা সঙ্গীকে অনুসরন করে। কুকুর সেই শব্দ করে তার সঙ্গীদের ডাকে বা ডাকার জন্য এই রকম শব্দ করে।

আরো পড়ুন: রমজানে গুরুত্বপূর্ণ আমল

কুকুর এমন একটি প্রাণী যারা একাকী বসবাসের চেয়ে দলবদ্ধ ভাবে বসবাস করতে ভালো বাসে। তাই যখন একাকিত্ববোধ মনে করে তখন কুকুর এইরকম শব্দ করে থাকে।

এছাড়াও কুকুরের কোন চোট বা আঘাত লাগলেও তারা এই রকম শব্দ করে পারে। তাদের শরীরে কোন চোট আ আঘাত লাগার ফলে তাদের কষ্ট হতে পারে যার কারনেও এই রকম শব্দকরে থাকে।

বিভিন্ন কুসংস্কার

রাতে বা দিনে যে কোন সময় বাড়ীর পাশে কুকুর কান্না করলে সেই বাড়ীতে কেউ ইন্তেকাল করতে পারে এমন কুসংস্কার প্রচলন আছে। সেই জন্য দ্রুত সময় কুকুরকে তাড়িয়ে দেওয়া হয়ে থাকে। সেই সময় বাড়ীর আশে পাশে খারা আত্মা, বা পেতাত্তা ঘুরতে দেখেও নাকি কুকুর এমন কান্না করে। যা অনেক বয়ষ্ক মানুষের মুখ থেকে শোনা যায়।

শেষ কথাঃ প্রিয় পাঠক কুকুর যে কারনেই কান্না করুক না কেন তার কান্নার পেছনে মানুষের কোন কল্যাণ বা অকল্যানের কোন কিছু নাই। মানুষের কল্যাণ শুধুমাত্র আল্লাহ তায়ালার পক্ষ থেকেই আসে। তাই কুসংস্কারে বিশ্বাস করবেননা। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url