ভাল স্ত্রী হওয়ার উপায়
একটি বিবাহ বন্ধনের মাধ্যমে দুইটি মানুষের সম্পর্ক সৃষ্টি হয়। আর সেটি হলো স্বামী ও স্ত্রী। এই দুই সম্পর্কের মাধ্যমে একটি পরিবার তৈরি হয় যার অনেকটা দায়িত্ব রয়েছে স্ত্রীর উপর। একজন ভাল স্ত্রী ওয়ার উপায় সম্পর্কে জানতে ও পড়ার জন্য দয়া করে পুরো পোস্ট গুরুত্বসহকারে পড়ুন।
স্ত্রী একটি পরিবার ভাল রাখার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। যদি স্ত্রী দায়িত্ববান ও ভাল না হয় তাহলে একটি পরিবার কখনো মাথা তুলে ডারাতে পারেনা। তাই পরিবারকে টিকিয়ে রাখার জন্য স্বামীর পাশাপাশি স্ত্রীর অবদান অনেক।
ভূমিকা
একজন মহিলা একটি পরিবারে কখনো কন্যা, বোন, আবার স্ত্রী, মা এর ভূমিকা পালন করে। একজন স্ত্রী একটি পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখতে জানে। নারী ছাড়া যেন পরিবার পাতাহীন গাছের মত। তাই পরিবারকে আগলে ও গুছিয়ে রাখতে একজন স্ত্রী গুন রয়েছে।আরো পড়ুন: মানুষ কেন ইগনোর করে
কিভাবে একজন ভাল স্ত্রী হবেন
এখন আসুন কিভাবে একজন ভাল স্ত্রী হওয়া যায় সে সম্পর্কে জানা যাক।স্বামীর প্রতি যত্নবান
একজন স্ত্রীর প্রথম কাজ হলো স্বামীর প্রতি যত্নবান হওয়া। স্বামীকে গুরুত্ব দেওয়া, ভালোবাসা। একজন পুরুষ মানুষ যখন বাইরে বিভিন্ন কাজের জন্য যায় তখন তাকে হাসি মুখে কাছে পাঠানো। স্বামী যখন কাজে যায় তখন তার সঙ্গে কোন বিষয় নিয়ে কোন তর্ক না করা। কাজের মাঝে স্বামীর খোজ খবর নেওয়া স্ত্রীর একপ্রকার দায়িত্ব, তাহলে স্বামীরও স্ত্রীর প্রতি ভালোবাসা বাড়ে।আরো পড়ুন: চোখের নিচের কালো দাগ দুর করার উপায়
শেষকথাঃ একটি পরিবার সুন্দর করার জন্য নারীর পাশাপাশি পুরুষকেও অবদান রাখা জরুরী। একটি পরিবারকে সুন্দর করতে পুরষের যে অবদান রয়েয়ে সে সম্পর্কে জানতে আমাদের পেশে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ
হাসিমুখে কথা বলা
যখন পরিবারের সদস্যদের সাথে কথা বলবে তখন হাসিহাসি মুখে কথা বলা। হাসি মুখে কথা বলতে অন্য সদস্যরা তার প্রতি কাজে ও কথায় আসস্থ থাকে। এছাড়াও হাসিখুশি থাকা শরীরের জন্য অনেক ভাল।পরিবারের সকল সদস্যকে গুরুত্ব দেওয়া
পরিবারের সকল সদস্যকে গুরুত্ব দেওয়া একজন ভাল স্ত্রীর গুন। কোন স্ত্রী যদি পরিবারের সদস্য অর্থাৎ স্বামীর পিতা, মাতা, ভাই, বোন কে সম্মান দিয়ে ভালো বাসে তাহলে সে পরিবারে অশান্তির স্থান হয়না। এক্ষেত্রে পরিবারের অন্যান্য সদস্যদেরও উচিত স্ত্রী রুপি নারীকে সম্মান দেওয়া ও ভালোবাসা।ঘর গোছানো
সাজগোছ ও ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একজন ভাল স্ত্রীর গুন। একজন স্ত্রী সব সময় তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তা সাজিয়ে গুছিযে রাখতে ভালবাসে। আর এভাবে থাকলে সে পরিবারের একটি অন্যমাত্রায় সৌন্দর্য্য বৃদ্ধি পায়।পরিষ্কার পরিচ্ছন্ন থাকা
একজন স্ত্রী যখন নিজে ভাল পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পড়ে তখন তাকে সুন্দর দেখায়। স্বামীকে খুশি রাখতে একজন ভাল স্ত্রী সেজেগুজে থাকলে কোন ভুল নাই। তাই ভাল স্ত্রী হওয়ার জন্য সেজেগুজে থাকতে পারেন।মৃতব্যয়ী হওয়া
পরিবারের আয় বুঝে ব্যয় করার একজন ভাল স্ত্রীর গুন। ভাল স্ত্রী হতে হলে স্বামীর আয় দেখে ব্যয় করতে হবে। তা না হলে পরিবারে অভাব দেখা দিতে পারে। তাই ভাল স্ত্রী হতে হলে পরিবারের অহেতুক ব্যয়গুলো র লাগাম টানতে শুধু স্ত্রীরায় পারে।স্বামীর খেয়াল রাখা
স্বামী যখন কাজ থেকে আসবে তখন তার সাথে ভাল আচারন করা একজন ভাল স্ত্রীর গুনাবলী। তখন স্বামীর সাথে একটু হেতে কথা বলুন তাকে ঢান্ডা পানি বা শরবত খেতে দিন এবং তার সাথে হেসে কথা বলুন তাহলে দেখবেন স্বামী বাহিরে কাজ থেকে যে মনে আসুকনা কেন তার মন ভাল হয়ে যাবে।অতি লোভ না করা
স্বামীর আয়ের উপর সন্তুষ্ট থাকুন। স্বামী যে পরিমানে আয় করে তাতে সন্তুষ্ট থাকা স্ত্রীর গুনের একটি অংশ। স্বামীকে কোন অবস্থাতে কোন কিছু নেওয়ার জন্য অতি চাপ দিবেন না। একজন আদর্শ স্বামী সবসময় চায় স্ত্রীকে খুশি রাখতে আপনি যদি তার সামর্থের বেশি তার কাছে চান বা চাপ দিয়ে থাকেন তাহলে সে যে কোন সময় অনৈতিক ও দুর্নীতিতে যর্যরীত হতে পারে।অল্পতে রেগে না যাওয়া
কোন কারন ছাড়ায় অনেক সময় লক্ষ করা যায় মানুষ রেগে যায়। তাই একজন ভাল স্ত্রী কখনো অল্পতে রেগে যায়না। প্রয়োজনীয় ধর্য্য ধারন করতে হবে। পরিবারে রাগারাগি হলে পরিবারে উন্নতি হয়না।শেষকথাঃ একটি পরিবার সুন্দর করার জন্য নারীর পাশাপাশি পুরুষকেও অবদান রাখা জরুরী। একটি পরিবারকে সুন্দর করতে পুরষের যে অবদান রয়েয়ে সে সম্পর্কে জানতে আমাদের পেশে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url