সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
গত ২৭ মার্চ ২০২৪ ইং তারিখে ৪১.০১.০০০০.০০৯.১১.০০১.২০২৩-৫৩২ স্মারক নম্বর অনুযায়ী বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণায়াধীন সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে শূন্য পদ সমূহে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে খানে বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য বিশেষ ভাবে আহবান করা হয়েছে।
আবেদনের মাধ্যমঃ অনলাইন
আবেদনের লিংক: http://dss.teletalk.com.bd
আবেদনের বয়সঃ ১৮ থেকে ৩০ বছর
আবেদনের শুরুর তারিখঃ ০১-০৪-২০২৪ ইং
আবেদনের শেষ তারিখঃ ২১-০৪-২০২৪ ইং
আবেদন করতে ৩০০*৩০০ পিক্সেল ছবি ও ৩০০*৮০ পিক্সেল স্বাক্ষর এবং সকল তথ্য সঠিক ভাবে ইংরেজিতে লিখতে হবে।
টাকার পরিমানঃ আবেদন করার পর ইউজার আইডি প্রাপ্ত আবেদনকারীগণ আবেদনের ৭২ ঘন্টার মধ্যে যে কোন টেলিটক নম্বর থেকে ১-১৮ নং পদ পর্যন্ত ২২৩ এবং ১৯ থেকে ৩২ নং পদ পর্যন্ত ১১২ টাকা পরিশোধ করতে হবে। তবে টাকা পমেন্টের সময় যে টাকা উল্লেখ করা আছে তার থেকে ১০ টাকা বেশি রাখতে হবে।
টাকা পেমেন্টর নিয়মঃ ১ম ধাপ- DSS()USER ID লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে
২য় ধাপ- একটি পিন নম্বর আসার পর DSS()YES()PIN লিখে আবার ১৬২২২ নম্বরে এসএমএস করলে একটি আইডি ও পাসওয়ার্ড যুক্ত এসএমএস আসলেই কাজ শেষ।
আবেদনের বিভিন্ন পদ ও পদ সংখ্যা সহ বিস্তারিত নিচে দেওয়া হলোঃ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url