শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা ভবন (২য় ব্লক), ঢাকা এ স্মারক নং ৩৭.০৭.০০০০.০০৮.১১.১৫৮.২৩-৩৯৯ এর মাধ্যমে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত অধিদপ্তরে রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র গ্রহণ করা হবে। আপনি নিজে ঘরে বসে অনলাইনের মাধ্য আবেদন করতে পুরো পেজে থাকা তথ্যগুলো খুব গরুত্বসহকারে পড়ুন।
ক্রমিক নং | পদের নাম | বয়স | পদের সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই |
১ | ষ্টোর অফিসার | ১৮- ৩০ বছর | ১টি | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি | ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন |
২ | হিসাব রক্ষক | ১৮- ৩০ বছর | ২৫টি | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি | ঐ |
৩ | কম্পিউটার অপারেটর | ১৮- ৩০ বছর | ২৭টি | যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডি্গ্রি | ঐ |
৪ | সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর | ১৮- ৩০ বছর | ৪টি | কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি | ঐ |
৫ | উচ্চমান সহকারী | ১৮- ৩০ বছর | ৯টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি | ঐ |
৬ | সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ১৮- ৩০ বছর | ৩টি | কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি | ঐ |
৭ | হিসাব সহকারী/হিসাব সহকারী কাম ক্যাশিয়ার/অফিস সহকারী কাম ক্যাশিয়ার | ১৮- ৩০ বছর | ৩৯টি | কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ | ঐ |
৮ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ১৮- ৩০ বছর | ৭৬ টি | কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগে বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ | ঐ |
৯ | ষ্টোর কিপার | ১৮- ৩০ বছর | ১টি | কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ | ঐ |
১০ | ইলেকট্রিশিয়ান | ১৮- ৩০ বছর | ২টি | (ক) কোনো স্বীকৃত বোর্ড হতে-(অ) সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট (ভোকেশনাল) সহ সংশ্লিষ্ট কাজে অন্যুন ৬ (ছয়) মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা (আ) উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ১ (এক) বছরের ট্রেড সাটিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং (খ) ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি-বাসিটিকেট প্রাপ্ত | ঐ |
আবেদনের মাধ্যমঃ অনলাইন
আবেদনের লিংকঃ http://eedmoc.teletalk.com.bd
আবেদন করার পেপার্সঃ ছবি ৩০০৩০০ পিক্সেল, স্বাক্ষর ৩০০*৮০ পিক্সেল সহ সকল রেজাল্ট ও রোল নম্বর, পাশের সাল
প্রয়োজনীয় সকল তথ্য সঠিক ও সুদ্ধ বানান সহ জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর ও
ইমেইল আইডিটাকার পরিমানঃ ১-২ নং পদেরন জন্য ৩৩৫ টাকা এবং ৩-১০ নম্বর পদের জন্য ২২৩ টাকা তবে
উল্লেখ্য যে যত টাকা কাটবে তার থেকে ১০ টাকা বেশি মোবাইলে থাকা জরুরী।
আরো বিস্তারিত জানতে নিচে বিজ্ঞপ্তি ফলো করুন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url