মোবাইল ফোনের ভাইরাস দুর করার উপায়
বর্তমানে প্রায় আমরা সবাই স্মাট মোবাইল ফোন ব্যবহার করি। কেউ প্রয়োজনে অথবা কেউ সখের বসে স্মাট মোবাইল ব্যবহার করে থাকি। কিন্তু আমরা প্রায় সময় মোবাইল ফোন নিয়ে বিভিন্ন সমস্যায় পড়ে থাকি। এর মধ্যে অন্যতম একটি সমস্যা হলো মোবাইলে ভাইরাসে এটার্ক করা। মোবাইলে ভাইরাসে আক্রমন করলে মোবাইলে অনেক সমস্যা লক্ষ্য করা যায়। তাই আসুন আমরা কিভাবে মোবাইল ফোনের ভাইরাস দুর করার উপায় সম্পর্কে জেনে নেয়।
স্মার্ট ফোন কোথাও ঘুরতে গেলে ছবি তোলা অথবা বিভিন্ন কাজের জন্য খুব প্রয়োজন। কিন্তু কোন কোন সময় ভাইরাসে আক্রমনের কারনে আমাদের মোবাইল ফোন কম কাজ করে।
ভূমিকা
বর্তমানে আমরা স্মার্ট মোবাইল ফোন ছাড়া চলতে পারিনা। আধুনিক ও স্মাট জীবন ধারনে স্মাট মোবাইল থাকবেনা এমনটা কি হতে পারে। যেহেতু আমরা স্মার্ট মোবাইল ব্যবহার করি সেহেতু মোবাইল সম্পর্কে কিছু ধারনা থাকা খুব জরুরি। আসুন আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনের ভাইরাস দুর করতে পারবেন এবং কিভাবে বুঝবেন আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা তা জেনে নেওয়া যাক।আরো পড়ুন: অনলাইনে জমির খাজনা দেওয়ার উপায়
মোবাইলে ভাইরাস থাকলে কি কি সমস্যা হয়
আমাদের হাতে থাকা স্মার্ট মোবাইলে যদি ভাইরাস থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে সে ব্যপারে জেনে নেওয়া যাক।মোবাইল স্লো কাজ করা
মোবাইলে ভাইরাস থাকলে মোবাইল নতুন অবস্থা অপেক্ষা অনেক স্লো কাজ করতে থাকে। যেমন আপনি কোন এ্যাপস ওপেন করতে চাচ্ছেন অথবা ছবি তুলবেন সে ক্ষেত্রে মোবাইল স্লো কাজ করে করে।মোবাইল গরম হয়ে যাওয়া
যদি লক্ষ করে পূর্বের তুলনায় এখন আপনার মোবাইল অল্প ব্যবহারেই গরম হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন মোবাইলে ভাইরাস রয়েছে।আরো পড়ুন: অনলাইন থেকে জমির খতিয়ান বের করার উপায়
দ্রুত চার্জ শেষ হওয়া
যদি হঠাৎ করে দেখেন মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে মোবাইলে ভাইরাস আক্রমন করছে।হোম স্কিন পরিবর্তন
অনেক সময় লক্ষ্য করা যায় মোবাইল ভাইরাসে আক্রমন করলে মোবাইলের হোম স্কিন যে কোন সময় পরিবর্তন হতে থাকে। আপনি যেটি সেট করেছেন তা পরিবর্তন হতে থাকে।বিজ্ঞাপন আসা
আপনি কোন কিছু চালু না করা অবস্থাতেও যদি দেখেন আপনার মোবাইলে অস্বাভাবিক বিজ্ঞাপন শো হচ্ছে তাহলে বুঝবেন মোবাইলে ভাইরাস রয়েছে।আরো পড়ুন: ফেসবুক থেকে আয় করার নিয়ম
এর দুইটি অপসন রয়েছে একটি হলো ফ্রি এবং অপরটি হলো পেইট অর্থাৎ টাকা দিয়ে ব্যবহার করতে হবে। যারা ফ্রি টা ব্যবহার করবেন তারা একটি করে এ্যাড শো করলেই তা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার মোবাইল এবং র্যামেও যদি কোন সমস্যা থাকে সকল কিছু স্ক্যান করে ভাইরাস মুক্ত করে নিতে পারেন।
ফোনের সফ্ওয়ার দ্বারা ভাইরাস দুর
যদি লক্ষ করেন রিসেন্ট কোন এ্যাপস ইস্টোল করার পর আপনার মোবাইলে উক্ত সমস্যাগুলো ঘটতে থাকছে তাহলে দ্রুত ঐ সদ্য ইস্টোল করা এ্যাপস আনইস্টোল করে দিন। এর পর যে কোন এন্টিভাইরাস দিয়ে মোবাইল স্ক্যান করেনিন।
যদি উক্ত কার্যক্রমগুলো করার পরেও মোবাইল থেকে সমস্যার সমাধান না হয় তাহলে আপনার মোবাইলের সেটিং মেনুতে গিয়ে এ্যাপস অথবা এপ্লিকেশন নামক অপসনে গিয়ে যে সকল এ্যাপস রয়েছে তা সব কিছু ধরে ধরে ক্লিয়ার ডাটা করে নিবেন। তা করার পূর্বে আপনার সকল ডকুমেন্ট কপি করে রেখে দিবেন। ক্লিয়ার ডাটা করার পর আশা করি মোবাইল ভাল ভাবে কাজ করবে।
এছাড়াও আপনি অন্য ভাবেও করতে পারেন আর সেটি হলো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার অথবা ইন্টারনাল মেমোরিতে এন্ড্রয়েড নামক যে ফোল্ডার আছে সেটি ডিলিট করে দিতে পারেন। তাহলেও আপনার আপনার মোবাইলের ভাইরাস ডিলিট হয়ে যেতে পারে।
এর পরেও যদি কোন কাজ না হয় তাহলে আপনার মোবাইলটি রিসেট অথবা রিস্টোর ফ্যাক্টর যে যার মোবাই অপশন রয়েছে সেটি করে নিলেই আপনার মোবাইলটি আবার পূর্বের মত নতুনের মত কাজ করবে বলে আশা করা যায়।
লেখকের মন্তব্য: মোবাইল ফোন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল স্লো কাজ করলে যেন আমাদের সকল কাজ থেকে যায়। তাই মোবাইল ফাস্ট রাখা খুব জরুরী। এরকম আরো প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের পেজ ফলো রাখুন। ধন্যবাদ।
ডাটা খরচ বেশি হওয়া
পূর্বের তুলনায় যদি আপনার মোবাইল ডাটা খরচ বেশি হয়ে থাকে তাহলেও সেটি ভাইরাসের লক্ষ্যন।একই কাজ বার বার হওয়া
এ ক্ষেত্রে আপনার মোবাইল অটোমেটিক টর্চ অন হওয়া অথবা ক্যামেরা অন হওয়া সহ এমনি এমনি মোবাইলে কাজ হয়ে থাকলেও সেটিও ভাইরাসের দ্বারা হয়ে থাকে।মোবাইলে ভাইরাস দুর করার উপায়
এন্টি ভাইরাস সফটওয়্যার দ্বারা ভাইরাস দুর
যদি উপরোক্ত সমস্যাগুলো আপনার মোবাইলে লক্ষ্য করে থাকেন অথবা অন্য কোন ভাবেউ বুঝতে পারেন আপনার মোবাইলে ভাইরাস রয়েছে তাহলে প্রথমে আপনাকে গুগল প্লেস্টোর থেকে এন্টিভাইরাস দুর করার সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। এর পর সেটি ইস্টোল করে নিন। ইস্টোল করা শেষ হলে এতে কিছু নির্দেশনা দেওয়া হবে সেগুলো পড়ে নিতে হবে।এর দুইটি অপসন রয়েছে একটি হলো ফ্রি এবং অপরটি হলো পেইট অর্থাৎ টাকা দিয়ে ব্যবহার করতে হবে। যারা ফ্রি টা ব্যবহার করবেন তারা একটি করে এ্যাড শো করলেই তা দেখতে পাবেন। এখান থেকে আপনি আপনার মোবাইল এবং র্যামেও যদি কোন সমস্যা থাকে সকল কিছু স্ক্যান করে ভাইরাস মুক্ত করে নিতে পারেন।
ফোনের সফ্ওয়ার দ্বারা ভাইরাস দুর
যদি লক্ষ করেন রিসেন্ট কোন এ্যাপস ইস্টোল করার পর আপনার মোবাইলে উক্ত সমস্যাগুলো ঘটতে থাকছে তাহলে দ্রুত ঐ সদ্য ইস্টোল করা এ্যাপস আনইস্টোল করে দিন। এর পর যে কোন এন্টিভাইরাস দিয়ে মোবাইল স্ক্যান করেনিন।
যদি উক্ত কার্যক্রমগুলো করার পরেও মোবাইল থেকে সমস্যার সমাধান না হয় তাহলে আপনার মোবাইলের সেটিং মেনুতে গিয়ে এ্যাপস অথবা এপ্লিকেশন নামক অপসনে গিয়ে যে সকল এ্যাপস রয়েছে তা সব কিছু ধরে ধরে ক্লিয়ার ডাটা করে নিবেন। তা করার পূর্বে আপনার সকল ডকুমেন্ট কপি করে রেখে দিবেন। ক্লিয়ার ডাটা করার পর আশা করি মোবাইল ভাল ভাবে কাজ করবে।
এছাড়াও আপনি অন্য ভাবেও করতে পারেন আর সেটি হলো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার অথবা ইন্টারনাল মেমোরিতে এন্ড্রয়েড নামক যে ফোল্ডার আছে সেটি ডিলিট করে দিতে পারেন। তাহলেও আপনার আপনার মোবাইলের ভাইরাস ডিলিট হয়ে যেতে পারে।
এর পরেও যদি কোন কাজ না হয় তাহলে আপনার মোবাইলটি রিসেট অথবা রিস্টোর ফ্যাক্টর যে যার মোবাই অপশন রয়েছে সেটি করে নিলেই আপনার মোবাইলটি আবার পূর্বের মত নতুনের মত কাজ করবে বলে আশা করা যায়।
উপসংহার
মোবাইল ফোন সকলের কাছে একটি মুল্যবান জিনিস। আমরা সারাদিন মোবাইলের উপর নানা রকম পেশার দিয়ে থাকি। এছাড়াও ইন্টারনেটের সাথে যুক্ত থেকে মোবাইলে আরো ভাইরাসের আর্বিভাব হয়ে থাকে। তাই আপনি আপনার মোবাইলকে ফাস্ট রাখতে মোবাইল ভাইরাস মুক্ত করুন।লেখকের মন্তব্য: মোবাইল ফোন আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় একটি জিনিস। মোবাইল স্লো কাজ করলে যেন আমাদের সকল কাজ থেকে যায়। তাই মোবাইল ফাস্ট রাখা খুব জরুরী। এরকম আরো প্রয়োজনীয় পোস্ট পেতে আমাদের পেজ ফলো রাখুন। ধন্যবাদ।
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url