রাতে আয়না দেখলে কি হয় - ভাঙ্গা আয়না দেখলে কি হয়
আয়না আমাদের ব্যবহার্য আসবাবপত্রের মধ্যে একটি অন্যতম। আয়না নেই এমন কোন পরিবার বা বাড়ি পাওয়া যায় না। আমাদের দৈনন্দিন কাজ শুরু করার আগে বা বাহিরে কাজে অথবা বেড়াতে যাওয়ার পূর্বে আয়না দেখে নিজেকে ঠিক করে নেওয়া যেন জরুরী একটি বিষয়। কিন্তু আমাদের মাঝে অনেকের মতবাদ রয়েছে রাতে আয়না দেখলে কি হয় সে সম্পর্কে। তাই এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুরো পোস্ট গুরুত্ব সহকারে পড়ুন।
আয়না দেখা যেন এখন বার্ধতামুলক হয়ে পড়েছে। কিন্তু ভাঙ্গা আয়না দেখলে কি হয় আপনি কি জানেন সে সম্পর্কে। আয়না দেখা নিয়ে প্রাচিন কাল থেকেই যেন কিছু মতবাদ আমাদের মাঝে বিরাজ করছে।
ভূমিকা
আয়না আমাদের শরীরের প্রতিচ্ছবি প্রকাশের সব থেকে ভাল একটি মাধ্যম। আমরা কোথায় বেড়াতে গেলে বা অফিসে অথবা অন্যানা ক্ষেত্রে আয়না দেখে নিজেকে ঠিক করে নিয়ে থাকি। কিন্তু জ্যোতিসাস্ত্রে বা ইসলাম ধর্মে আয়না দেখা নিয়ে কি কি কথা উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে জানা যাক-আরো পড়ুন: ডেঙ্গু জ্বরের লক্ষন ও প্রতিকার
রাতে আয়না দেখলে কি হয়
জ্যোতি ও বাস্ত্রশাস্ত্রে রাতে আয়না দেখলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এমনটির কথা উল্লেখ আছে। রাতের বেলায় খারাপ এনার্জীগুলো চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। এতে থেকে মুখের চোয়ালে এক ধরনের রোগ হয় যা চোয়ালের হাড় চেড়ে গিলে থাকে। এছাড়াও শরীর দুর্বল বা শারীরিক বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়ে থাকে।ইসলামের মতে রাতে আয়না দেখলে কি হয়
রাতে আয়না দেখার ব্যপারে ইসলামে তেমন কোন কথা উল্লেখ করা হয়না। সে মতে আপনি আপনার প্রয়োজন হলে রাতে আয়না দেখতে পারেন এমনটির কথা বলা যেতে পারে। পরিবারের অনেক মা-বোন আছেন যারা দিনের বেলা অনেক কাজ কর্মে ব্যস্ত থাকার কারনে সে নিজেকে তেমন করে গুছিয়ে রাখা তারা পক্ষে সম্ভব হয়না। বিধায় সে রাতে আয়না দেখতে পারেন। অনেকে বলেন রাতে আয়না দেখলে ভুত বা জিনের দেখা যায়। এমন কথার ইসলামে কোন ভিত্তি নাই।আরো পড়ুন: চিকেন পক্স এর লক্ষন ও প্রতিকার
লেখকের মন্তব্যঃ আয়না যে কেউ দেখতে পারে। তবে বাচ্চাদের হাতে আয়না দেওয়া থেকে বিরত থাকিন কারন সে ফেলে দিয়ে অনেক সময় আয়না ভেঙ্গে দিতে পারে এবং তা থেকে নিজেও আক্রান্ত হতে পারে। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের পেজকে ফলো করুন। এ পোস্ট থেকে উপকৃত হয়ে থাকলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ
ঘুম থেকে উঠে আয়না দেখলে কি হয়
জ্যোতি ও বাস্ত্রশাস্ত্রে বলা আছে কেউ যখন ঘুম থেকে উঠে তখন তার শরীরে একটি খারাপ এনার্জি নির্গত হতে থাকে। যেমন চোখ মুখ ফুলে থাকা, চেহারায় অমলিন ভাব ইত্যাদি। যার কারনে আপনি যদি এ সময় আয়না দেখে থাকেন তাহলে সেই খারা এনার্জি গুলো আপনার শরীরে গিয়ে বাসা বাধতে পারে। যা আপনার অসস্তির কারন হতে পারে।ইসলামে ঘুম থেকে উঠে আয়না দেখলে কি বলা আছেে
ইসলাম ধর্মে আপনাকে ঘুম থেকে উঠে আয়না দেখার ব্যপারে কোন মতবাদ দেন নি। আপনার যদি ঘুম থেকে উঠে আয়না দেখার বিশেষ প্রয়োজন হয় আপনি সে ক্ষেত্রে আয়না দেখতে পারেন। তবে আয়না দেখা অনেকটা সেলফি তোলার মত হয়ে যায়। তাই প্রয়োজন ছাড়া অতিরিক্ত আয়না দেখা শরীয়াহ সম্মত নয়।ঘরে একাধিক আয়না রাখা যাবে কিনা
একটি ঘরে একাধিক আয়না রাখা উচিত নয়। কারণ আপনি যদি আয়না একাধিক দিকে রাখে তাহলে ঘরে মা বোনদের নামাজের সময় অসস্তি লাগতে পারে। অনেকের মতে আয়নার সামনে নামাজ আদায় করা ঠিক হবেনা বলেও মতবাদ রয়েছে। সেক্ষেত্রে ঘরে একাধিক আয়না রাখা থেকে বিরত থাকায় ভাল। যতটা সম্ভব শোবার ঘরে না রাখার চেষ্টা করুন।বেশিক্ষন আয়না দেখলে কি হয়
অনেকে বলেন বেশিক্ষন আয়না দেখা ঠিক নয় এতে শরীরের বিভিন্ন অসুখের আর্বিভাব হয়ে থাকে। এছাড়াও খারাপ আত্মা বা ভুত পেত আক্রমন করে, ক্ষতি হয়, আয় বরকত কমে যায়। এটি সম্পূর্ণ ভিত্তি হিন একটি কথা কারন বেশিক্ষন আয়না দেখলে আপনার সময় অপচয় হবে। আর কারো ভাগ্য পরিবর্তন করার মালিক একমাত্রা আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ভাগ্য পরিবর্তন বা বরকত উঠিয়ে নেওয়ার ক্ষমতা কারো নাই।ভাঙ্গা আয়না দেখলে কি হয়
অনেকে বলে থাকে ভাঙ্গা আয়না দেকলে সংসারের সুখ নষ্ট হয়ে যায়, অভাব নেমে আসে। কিন্তু এর কোন ভিত্তি নাই। তবে ভাঙ্গা আয়না ব্যবহার করা উচিত নয়। এর মাধ্যমে আপনি আঘাত পেতে পারেন। অর্থাৎ আয়না ভেঙ্গে গেলে সেই ভাঙ্গা অংশ থেকে আপনার শরীর কেটে যেতে পারে। তাই ভাঙ্গা আয়না ব্যবহারের সময় সচেতন হওয়া জরুরী।রাতে চুল আচড়ালে কি হয়
অনেক সময় বয়ষ্ক মানুষের কাছে শোনা জায় রাতে চুল আচড়াতে নাই। রাতে চুল আচড়ালে পরিবারের আয় বরকত কমে যায়। সংসারে নেমে আসে অশান্তি ও কষ্ট কিন্তু এ ধরনের কথার কোন ভিত্তি নাই এটি মুলত একটি কুসংস্কার। কখনো কখনো কুসংস্কারের কারনেও মানুষ জাহান্নামি হতে পারে। কারণ কিছু কিছু কুসংস্কার শিড়ক এর সামিল হয়ে থাকে। তাই কুসংস্কার থেকে বাঁচতে হবে। রাসুলুল্লাহ (স) বলেছেন কখনো কখনো এখানে সেখানে চুল পড়ে থাকার কারনে সেই চুল যদি খাবারের মাধ্যমে কারো পেটে চলে যায় তাহলে তার সাময়িক পেটের সমস্যা হতে পারে। তাই চুল এখানে সেখানে না ফেলে তা জড়ে নিয়ে একটি নিদিষ্ট স্থানে ফেলায় উত্তম।রাতে নখ কাটলে কি হয়
অনেক সময় শুনতে পাওয়া যায় রাতে নখ কাটলে নাকি জিনের আচড় লাগে যা একে বারে ভিত্তিহীন একটি কুসংস্কার। হাদিসে আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আর নখ সময় মত কাটাও পরিষ্কার পরিচ্ছন্নতার একটি অংশ। আপনি যদি দিনের বেলায় সময় না পান অথবা ভুলে গিয়ে থাকেন তাহলে আপনি রাতের বেলায় নখ কাটতে পারেন কোন সমস্যা নাই।উপসংহার
আয়না আমাদের দৈনন্দিন কাজ কর্মে ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়না ছাড়া নিজেকে সাজানো প্রায় অসম্ভব। একমাত্র আয়নার মাধ্যমেই আমরা আমাদের নিজের চেহারা দেখতে পাই এবং আমাদের শরীরের উপর যত্নবান হতে পারি। কিন্তু এ সম্পর্কে যে কুসংস্কার আছে সেগুলো থেকে নিজেকে পরিত্রান করতে হবে।লেখকের মন্তব্যঃ আয়না যে কেউ দেখতে পারে। তবে বাচ্চাদের হাতে আয়না দেওয়া থেকে বিরত থাকিন কারন সে ফেলে দিয়ে অনেক সময় আয়না ভেঙ্গে দিতে পারে এবং তা থেকে নিজেও আক্রান্ত হতে পারে। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের পেজকে ফলো করুন। এ পোস্ট থেকে উপকৃত হয়ে থাকলে আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url