বাংলাদেশ রেলওয়েতে চাকরীর আবেদন করার নিয়ম

আবারো বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আপনি কিভাবে বাংলাদেশ রেলওয়েতে চাকরীর আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে নিচের সম্পূর্ণ পোস্টটি গুরুত্বসহকারে পড়ুন।
 বাংলাদেশ রেলওয়েতে চাকরী
আপনি এ পোস্টের মাধ্যমে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে কতজোন নিবে এবং কিভাবে আবেদন করতে হবে ও টাকা পেমেন্টের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তির পদ ও আসন সংখ্যা

রেলওয়ের নিয়োগকৃত পদের নাম ফিল্ড কানুনগো (গ্রেড-১৩)পদ সংখ্যা- ৬টি, গার্ড গ্রেড-২ (গ্রেড-১৪) পদ সংখ্যা-১১৪ টি, আমিন (গ্রেড-১৬) পদ সংখ্যা ২২টি, পয়েন্টসম্যান (গ্রেড-১৮) পদ সংখ্যা- ৩৫১টি।

আবেদনের বয়স

আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদন করার লিং

http://br.teletalk.com.bd এই লিং এ প্রবেশ করে যে পদে আবেদন করতে ইচ্ছুক যে পদের পাশে থাকা গোল চিহ্নে টিক দিয়ে Next বাটনে ক্লিক করে যে পেজটি আসবে সেটি ভালভাবে পুরন করতে হবে।

আবদনের সময়

১৮/০৩/২০২৪ সকাল ০৯.০০ টা হইতে ২১/০৪/২০২৪ বিকাল ০৪.০০ টা পর্যন্ত।

ছবি ও স্বাক্ষর

সদ্য তোলা অথবা একটি ভাল স্পষ্ট পাসপোর্ট সাইজের ছবি ও একটি সুন্দর করে করা স্বাক্ষর স্ক্যান করে ছবি ৩০০ * ৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০ * ৮০ পিক্সেল এ কেটে নিয়ে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

টাকা পেমেন্ট

যে কোন টেলিকট সিম থেকে আবেদনের টাকা পেমেন্ট করতে হবে। সেই জন্য আবেদন সাবমিন হওয়ার পর এ্যাপ্লিকেশন এইডি সহ একটি প্রন্ট পাবেন। সেই আইডি টির টাকা পরিশোধের জন্য মেসেজ অফসনে গিয়ে BR ID লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। পরবর্তীতে একটি এসএমএস আসবে সেখানে সেখানে একটি পিন নম্বর থাকবে।এবং সেখানে টাকার পরিমান লেখা থাকবে। আপনি টাকা পরিশোধ করতে চাইলে-

পরবর্তীতে BR YES PIN নম্বর লিখে ১৬২২২ নম্বরে আবার এসএমএস করুন। তাহলে আপনার নম্বর থেকে টাকা কেটে নিবে এবং আবেদন সম্পূর্ণ হবে।
রেলওয়ে সার্কুলার-২০২৪



রেলওয়ে সার্কুলার-২০২৪

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url