মন ছুঁয়ে যাওয়ার মত প্রেমের ছন্দ

আমরা যখন কারো প্রেমে পড়ি তখন আমাদের মন শুধু ভালবাসার মানুষকে বলার জন্য অনেক ছন্দ খুজে। সত্যি বন্ধুরা আমরা যখন কারো প্রেমে হাবুডুবু খেয়ে থাকি তখন তাকে অনেক সুন্দর সুন্দর ছন্দ শুনানোর জন্য আমাদের মন ব্যকুল হয়ে থাকে। এরকমই কিছু সু্ন্দর সুন্দর প্রেমের ছন্দ নিয়ে তৈরি আজকের এই পোস্ট।

মন ছুঁয়ে যাওয়ার মত প্রেমের ছন্দ


তাহলে চলুন কিছু প্রেমেরন ছন্দ যা মন ছুঁয়ে যাওয়ার মত নিচে তুলে ধরা হলো।

১. গোলাপ ফুল তুলতে গিয়ে
হাতে ফুটলো কাঁটা
বন্ধুর কথা মনে পরলে,
প্রাণে লাগে ব্যথা।

২. চা আছে চিনি নেই,
খেতে কেমন লাগে
বিছানাতে তুমি নেই,
শুতে কেমন লাগে।

৩. জলে যখন নেমেছি
মাছ তখন ধরবো,
ভালো যখন বেসেছি,
বিয়ে তখন করবো।

৪. ভালোবাসি ভালোবাসি
সবাই বলতে পারে,
সত্তি কারের ভালোবাসা
কয়জন দিতে পারে।

৫. দুই হাতে সোনার চুড়ি
সোনার কত দাম,
সেই সোনায় লেখা আছে
তোমার আমার নাম।

৬. ভালোবেসে বিয়ে করবো
রাগ করলে কিস করবো,
কাছে থাকলে আদর করবো
দুরে থাকলে মিস করবো।

৭. পুকুরে নেই পানি
পাতা কেনো ভাসে,
যার সঙ্গে কথা নেয়
সে কেনো আমায় দেখলে হাসে।

৮. তোমায় আমি ভালোবাসি
কেনো জানি না,
রাস্তার মধ্যে দেখা হলে
সিটি মেরো না।

৯. একটা প্রেমের চিঠি দিলাম
তুমি খুলে পড়ো,
স্বপ্ন দেখে ভয় পেলে
হাতটা চেপে ধরো।

১০. রাত জাগা পাখির তমত
জেগে আছি আমি,
মনটা আমার জানতে চায়
কেমন আছো তুমি।

১১. জোৎস্না রাতে একা বসে
তোমার কথা ভাবি,
এই মনের আঙ্গিনাতে
তোমার ছবি আঁকি।

১২. কেও যদি অভিমানে
কথা না বলে,
বুঝে নিবে সে তোমাকে
আড়ালে মিস করে।

১৩. আর যদি কেউ তোমাকে
না দেখে কাঁদে,
বুঝে নিবে সে তোমাকে
অনেক ভালোবাসে।

১৪. জোনাকি জলে গভীর রাতে
কথা বলি হাওয়ার সাথে,
ভোরে আলো দিলো উকি
তোমার আসায় আমি থাকি।

১৫. ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি
তোমার কথা অনেক ভাবি,
তোমার হাসিতে আমি হাসি
তোমায় অনেক ভালবাসি।

১৬. মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,
তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা।
সারা জীবন পেতে চাই তোমার ভালবাসা।

১৭. প্রিয়জন যদি থাকে পাশে,
মনে হয় পৃথিবীর সব সুখ আমারি কাছে।
ভালোবাসা বুঝি তখনি সত্যি হয়,
যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।

১৮.রাতের বুকে সূর্য ঘুমা
চাঁদ লোকায় দিনের কাছে
তোমায় আমি সব দিতে চাই
মোর জীবনে যা যা আছে।

১৯. সকাল সাজে তোমার মাঝে
ডুবে থাকে মন
তোমায় ছিলাম তোমায় আছি
থাকবো সারাটি জীবন।

২০. আমি হলাম আকাশ
কষ্ট আমার মেঘ
জোসনা আমার আবেক
বৃষ্টি আমার কান্না,
রোদ আমার হাসি কি করলে
বুঝবে বন্ধু,
তোমায় আমি কতো ভালবাসি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url