ঈদের ছন্দ, ঈদ মোবারক, ঈদের এসএমএস ও মেসেজ ২০২৪
প্রিয় পাঠক সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”। ঈধ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা ধনী
গরিব নির্বিশেষে নিজ নিজ স্থান থেকে আমরা ঈদ উদযাপন করে থাকি। আর এ ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার
জন্য দরকার ভাল মন। তাই আপনার মনকে ঈদের খুশিতে ভরে দিতে আশা করছি নিছে থাকা সুন্দর সুন্দর ছন্দ, এসএমএস
ও ম্যাসেজ রয়েছে।
আর আপনি নিশ্চই আপনার প্রিয়জন, কাছের মানুষগুলোকে ঈদের বার্তা দিতে চাচ্ছেন। তাই এই পোস্টটি আপনার জন্য। তাই
আপনি কাউকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ২০২৪ সালের ঈদ মোবারক মেসেজ,এস এম এস এবং ঈদ মোবারক ছন্দ সংগ্রহ
করতে পারবেন এখান থেকে আজ আমি আপনাদের মাঝে কিছু সুন্দর সুন্দর ঈদের ছন্দ, ঈদের এসএমএস নিয়ে হাজির হয়েছি।
তাই নিজের এই ছন্দ ও এসএমএস গুলো গুরুত্ব সহকারে দেখতে ও পড়তে পারেন।
ঈদ মোবারক ছন্দ ২০২৪
১ . ঈদ মানে আঁকাশে নতুন চাঁদ
ঈদ মানে নতুন চাওয়া পাওয়ার স্বাদ।
ঈদমানে মেহেদী রাঙা হাত
ঈদ মানে আমার বাড়ীতে তোমার দাওয়াত।
***ঈদ মোবারক***
২. ঈদ এর শুভেচ্ছা জানাই তোমাকে
অনেক বেশি খুশি মাতিয়ে রাখুক তোমাকে
সকল আপনজনের মায়া মাতিয়ে রাখুক, তোমাকে
শুধু যখন সালামি, পাবে।
***মনে করিও আমাকে***
৩ .ফুল সুভাষ দেয়, দৃষ্টি মন চুরি করে।
খুশি আমাদের হাসায়, দুঃখ আমাদের কাদায়!
আর আমার এই SMS
তোমাকে ঈদের শুভেচ্ছা জানাই
***ঈদ মোবারক***
৪. সাদা গোলাপ, সবুজ পাতা।
তোমাকে জানাই ঈদের কথা!
আসবে আমার বাড়িতে,
বসতে দিব পিড়িতে,
খাবে কিন্তু অল্প, করবো অনেক গল্প।।
***ঈদ মোবারক***
৫. রং লেগেছে মনে*** মধুর এই খনে!
তোমায় রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে!!!
***ঈদ মোবারাক***
৬ যেদিন দেখব ঈদের এই চাঁদ।।
খুশি মনে কাটাবো সারারাত
নতুন সাজে সাজবো সেদিন
সেদিন হলো ”ঈদের” দিন
আনোন্দে কাটাবো সারাদিন।
***ঈদ মোবারক***
৭. মেঘলা আকাশ, মেঘলা দিন
ঈদের বাকি কয়েক দিন।
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন।
নদীর ধারে সাদা বক,
তোমাকে জানাই অগ্রিম
***ঈদ মোবারক***
আরো পড়ুন: গুরুত্বপূর্ণ ৩০টি সুন্নত
ঈদ মোবারক এসএমএস ২০২৪
১। ঈদ শুভেচ্ছা রাশিরাশি...মন রেখো হাসি- খুশি...। গোস্ত খেয় বেশিবেশি...। মিস করো না মুরগি-খাসি...। দাওয়াত রইলো
আমার বাড়ি...চলে এসো তারাতারি। *** ঈদ মোবারাক***
২। রং লেগেছে মনে...মধুর এই ক্ষনে! তোমায় আমি রং দিবো ঐ ঈদের দিন...***ঈদ মোবারক***
৩। হাঁসের ডিম মুরগির ডিম...দেখা হবে ঈদের দিন। ঈদ মানে আনন্দ...ঈদ মানে খুশি। ঈদের দিন দাওয়াত না দিলে...মারবো
একটা ঘুষি।
৪। চিঠি দিয়ে নয়...ফুল দিয়ে নয়। কার্ড দিয়ে নয়...কল দিয়ে নয়। মনের গহীন থেকে ...মিষ্টি এসএমএস দিয়ে জানাই ঈদের
শুভেচ্ছা। ***ঈদ মোবারক ***
৫। বাঁকা চাঁদের হাসিতে...দাওয়াত দিলাম ...আসিতে...। আসতে যদি না পারও...ঈদ মোবারক গ্রহন কর।
৬। শুভরজনী...শুভদিন...***রাত পোহালেই ঈদ এর দিন* * *উপভোগ করবে সারাদিন। ঈদ পাবে না প্রতি দিন। দাওয়াত
রইলো ঈদ এর দিন ***ঈদ মোবারক***
৭। আকাশের রং দিয়ে...হৃদয়ের ছোঁয়া দিয়ে...সাগরের গভীরতা দিয়ে...সবুজের অরণ্য দিয়ে...তোমাকে জানাই ঈদের
শুভেচ্ছা ***ঈদ মোবারক***
৮। পৃথিবী জুড়ে চলছে ইদের উৎসব...ইদ মানে আনন্দ...ইদ মানে খুশি। ইদ মানে হাজার কষ্টের মাঝেও...একটুখানি হাসি
***ঈদ মোবারক***
৯। তুমি চাঁদ নয়...তবে তুমি চাঁদের আলো...তুমি ফুল নয়, তবে তুমি ফুলের সৌরভ...তুমি নদী নয়...তবে তুমি নদীর
ঢেউ...তুমি অচেনা নয়...তবে আমার চেনা কেউ...***ঈদ মোবারাক***
৭। দিনে গরম...রাতে শীত। সামনে আসছে কুরবানি ঈদ। সাদা রুটি গোসতের ঝোল...। খেতে তোমরা করোনা ভুল। ঈদে
থাকবো হাসি-খুশি তোমাকে চাই পাশাপাশি।
ঈদ মোবারক মেসেজ ২০২৪:
বাকা চাদের হাসিতে...দাওয়াত দিলাম আসিতে! আসবে কিন্তু বাড়িতে...খাবে আবার অল্প...করবে অনেক গল্প । আসতে যদি
নাই পারো আমার দাওয়াত গ্রহন করো।
এই ঈদ আপনাকে আপনার প্রিয়জনদের আরও কাছে নিয়ে আসুক, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে তুলুক এবং আপনার
হৃদয়কে আশা ও আনন্দে পূর্ণ করুক।
ইচ্ছে করছে কারো সাথে কথা বলি। মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি। ইদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম...ভাবলাম
তোমাকে দিয়েই শুরু করি। ***ঈদ মোবারক***
পড়েছে আজ চাঁদের নজর...তাইতো পেলাম ঈদের খবর! হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ...সবাই পেলো ঈদের আবাশ! সবাইকে
ঈদের শুভেচ্ছা***ঈদ মোবারক***
যেদিন দেখব ঈদের চাঁদ...খুশিমনে কাটাবো রাত...নতুন সাজে সাজব সে দিন...সে দিন হলো ঈদ এর দিন...আনন্দে কাটাবো
সারা দিন ***ঈদ মোবারক***
দিনেগরম রাতেশীত...সামনে আসছে কুরবানি ঈদ। সাদা রুটি গোসতের ঝোল...খেতে তোমরা করোনা কোনও ভুল ! ঈদ এ
থাকব হাসি-খুশি। তোমাকে চাই পাশাপাশি। খুশির এই দিনগুলো...কাটুক থেমে থেমে। বছর জুড়ে তোমার তরে...ঈদ আসুক
নেমে। ***ঈদ মোবারক***
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url