প্রেমে ব্যর্থ হওয়ার অনুভূতি ছন্দ
প্রেমে পড়া খুব সহজ। কিন্তু প্রেম হারিয়ে ফেলা খুব কঠিন। যে প্রেমে ব্যর্থ বা প্রিয়জনের থেকে দুরে থাকে বা ভালবাসার মানুষকে হারিয়ে ফেলে সেই একমাত্র যানে এর কষ্ট কতটুকু। তাই প্রিয় পাঠক আজ এই পোস্টের মাধ্যমে কিছু প্রেমে ব্যর্থ হওয়ার অনুভূতি ছন্দ তুলে ধরলাম। আশা করি ভাল লাগবে।
১. মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায়না।
২. তুমি পাশে নেই তবু তোমায় অনূভব করি, তুমি আমার হবেনা জানি, তবু তোমার পথ চেয়ে আছি, স্বপ্ন সত্যি হবেনা জানি, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি, কারণ, আমি যে তোমায় ভীষণ ভালোবাসি।
আরো পড়ুন: প্রেমের রোমান্টিক ছন্দ
৩. হৃদয়হীণ মানুষের জন্য কেঁদোনা, সে তামার দিকে কখনো ফিরেও তাকাবেনা, হৃদয়বান মানুষের জন্যে কাঁদো দেখবে এক ফোটা জল পরার আগেই তোমায় বুকে টেনে নিবে।
৪. ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমারে কি করে তা লুকাবো।
৫. তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবেনা, মানুষকে কাঁদতে হয় একা একা।
৬. আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যুর সংবাদে সে কখনই ব্যথিত হবেনা।
৭. সেই মানুষটিকে আমরা অন্ধের মতো ভালোবাসি, সেই মানুষটি সত্যিই একদিন আমাদের অন্ধ বানিয়ে দেয়।
৮. যদি কখনও কাউকে হারিয়ে ফেল এবং তার জেন্য কষ্ট পাও তখন মনে করবে তুমি পৃথিবীতে একাই এসেছিলে।
৯. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না, কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায়।
১০. আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে, আমি দুরে সরে যায়, তুমি আমাকে মিস করবে বলে।
১১. আমি এমন এক জনকে চাই, যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মত খুজবে।
১২. কাউকে ভালবাসি বোঝানোর সব থেকে বড় অনুভূতি হল কান্না করা, কারণ যার জন্য কান্না আসেনা তার জন্য কখন ভালবাসা থাকে না।
১৩.ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে, সে কোনোদিন তোমাকে ভালবাসেনি হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে যে তোমার খোঁজ খরচ নেয়, সেই তোমাকে সত্যিকারে অর্থে ভালবাসে।
১৪. প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দূর্বল থাকে যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে কাঁদায়।
১৫. কাওকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল! এটাই অতি বাস্তব।
১৬. একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে, যখন সে দেখে সবাই তাকে ঠকায়।
১৭. সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখি হোক। আমি না হয় আমার মত করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে।
১৮. কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই একসময় কলিজায় আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা।
১৯. দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি, হঠাৎ করেই দেখবে তুমি হারিয়ে গেছি আমি।
২০. আমি তোমার নিরাময় ছিলাম, আর তুমি আমার রোগ হয়েছ। আমি তোমাকে বাঁচিয়ে ছিলাম, তুমি আমাকে হত্যা করেছো।
২১. তোমার শহরের কোণে কেউ মায়া জমায় কি, আমি এখনো ভাবি সেই তোমাকে ফেরানো যাবে কি?
২২. সুখী তো তারাই হয়, যারা অন্যের বুকে ছুরি মেরে ভালো থাকতে যানে।
২৩. চিরচেনা সেই রাত জাগা, নির্ঘুম সেই ভোর দেখা, সব আগের মতই। শুধু কারণগুলোই কেমন যেন বড় অচেনা।
২৪. ভালোই আছি ভালো থাকার নাম করে। যে চলে যেতে চাই তাকে যেতে দিন, সে যদি আপনার হয়ে থাকে তবে সে ফিরে আসবেই।
২৫. তিল তিল করে গড়ে ওঠা ভালোবাসাটা আজ অসহায় তোমার নিখুঁত অভিনয়ের কাছে।
২৬. আমাদের নিয়তি সত্যি অদ্ভুত, যে হৃদয় থাকে সে ভাগ্যে থাকেনা।
২৭. কাল থেকে তোকে ভুলে যাব এটা ভেবেই দিন কাটছে। যখন অন্ধকার টাই ভালো লাগে, তখন আমি কেমন আছি বলার অপেক্ষা রাখে না।
২৮. তোকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতি নিয়তো ভালো থাকার রিহার্সেল দিয়ে যাচ্ছি।
২৯. বেঁচে থাকতে হলে লড়াই করেই বাচো, জীবনে সার্থকতা আসবে। যে পথে দুজন হেঁটেছি আজ সেই পথে একাই হেঁটে চলছে কি ভাগ্য আমার।
৩০. জীবনে সবচেয়ে বড় ভুল ছিল মানুষকে অন্ধের মত বিশ্বাস করা। অভিনয় না করে সরাসরি আমাকে বলে দিতে, তুমি আমাকে চাও না এত নাটক করার কি দরকার ছিল।
৩১. যে আপনাকে ভালোবাসবে সে সকল পরিস্থিতিতেই আপনাকে ভালোবাসবে। সম্পর্কে বিশ্বাস আস্থা ভরসা রাখুন তাহলে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে।
৩২. কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো একদিন, কোন এক বিকেলে আসবো তামার ভাবনায়। কথা দিলাম তবে।
৩৩. যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখিও না, সে খুব কষ্ট পাবে।
৩৪. যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে চলে যায়।
৩৫. যার মনে মায়া বেশি তার জীবনে কষ্ট টাও বোধহয় একটু বেশি।
৩৬. প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলে সময়।
৩৭. মানুষের মন অনেক বড় বোকা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে।
৩৮. শরীরের স্পর্শে নয় মনের অনুভবে থাকার নাম ভালোবাসা।
৩৯. সত্তিকারের ভালোবাসার আরেক নাম হলে অপেক্ষা।
৪০. অতিরিক্ত কেয়ার এবং ভালোবাসা গুলো এক সময় ব্লকলিস্টে সীমাবদ্ধ থাকে।
৪১. এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্ট কর কিন্তু অসম্ভব কিছু নয়।
৪২. কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হয়।
৪৩. যেটা ছিলনা সেটা না পাওয়ার থাক, সব পেয়ে গেলে জীবনটাও এক গেয়েমি হয়ে যায়, মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষনস্থায়ী।
৪৪. তুমি চলে যেতে পারবে কিন্তু তোমার সাথে জড়িয়ে থাকা সৃতিগুলো নিয়ে যেতে পারবে না।
৪৫. হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে কিন্তু আমার ভালোবাসাকে ভুলতে পারবেনা।
৪৬. প্রতিটি মুহূর্তে তোমাকে স্মরণ করিয়ে দিবে নীরবে চোখের জল ফেলতে হবে। আমার এই নিঃস্বার্থ ভালোবাসার জন্য।
৪৭. কারো মনে আঘাত দিওনা, সুখি হতে পারবে না, ভালবাসতে না পারে অভিনয় করো না, মনে রেখো কারো চোখের পানি তামার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে।
৪৮. তুমি স্বপ্নের রাজ্যে ভাসিয়ে দিয়ে চলেও গেলে দূরে, মাঝখানে এলোমেলো করে দিয়ে আমার সাজানো জীবনটাকে।
৫০. যদি হারিয়ে যাই জীবনের তরে, স্মৃতিগুলো ভুলোনা, মনে যতন করে স্মৃতির মাঝে য়তো খুঁজে পাবে আমায়, সেদিন আর আসবোনা বিরক্ত করতে তোমায়।
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url