কমলা গাছের যত্ন ও পরিচর্যা
কমলা খুব সুস্বাদু একটি ফল। এর যেমন স্বাদ তেমনি রয়েছে এর উপকারিতা। তবে আমরা যারা কমলা চাষ করছি বা আমরা যারা ছাদ বাগান দিয়েছি বা দেওয়ার চিন্তা করছি তারা অবশ্যই সখের বাগানে কমলা চারা থাকবেনা তা কি হয়। নিজে গাছ লাগিয়ে ফল খাওয়ার মজাটাই আলাদা। তাই কিভাবে কমলা গাছ লাগাবেন এবং কমলা গাছের যত্ন ও পরিচর্যা করবেন সে সম্পর্কে বিস্তারিত আছে এই পোস্টের মধ্যে।
কমলা সাধারণত পাহাড়ী এলাকায় খুব ভাল জন্মে। এর পরেও আমরা যদি সঠিক পরিচর্যা ও যত্ন নিতে পারি তাহলে এই কমলা আমাদের ছাদ বাগানেও খুব ভাল ফল দিতে পারে।
ভূমিকা
কমলা খুব সুস্বাদু একটি মিষ্টি জাতীয় ফল। এটি দেখতে যেমন লভনোনিয় তেমনি খেতেও অনেক মজা। তবে কিভাবে আপনি এই কমলা গাছ চয়েস করবেন কোন জাতীয় গাছ ক্রয় করবেন এবং বিভাবে এর পরিচর্যা করবেন সব কিছু জানতে পুরো পোস্ট গুরুত্ব সহকারে পড়ুন।যে জাতের গাছ কিনবেন
কমলা সাধারণত কাশমিরি একটি ফল তবে খেতে খুব ভাল ও অধিক ফল দেয় কামকট জাতীয় লেবু গাছ। তাই অবশ্যই গাছ কিনার সময় কামকট জাতীয় লেবু গাছ ক্রয় করবেন।যেমন গাছ কিনবেন
গাছ কিনার সময় লক্ষ্য রাখতে হবে গোড়ার দিকে অর্থাৎ মাটি থেকে ৬ ইঞ্চির মধ্যে যেন কোন ডাল না থাকে। এবং গাছটি যেন অধিক ডালপালা ও পাতা থাকে এবং গাছ যেন স্বতেজ থাকে। গাছে ফল দেখে গাছ কিনা সঠিক হবে না।আরো পড়ুন: পান চাষের পদ্ধতি
গাছে ফুল দেখা দিলে যা করবেন
যখন আপনার সখের কমলা গাছে দুই একটি ফুল দেখা দিবে তখন বুস্টার-২ হরমন ১ লিটার পানির সাথে ১ ফোটা মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিতে হবে। তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার কমলা গাছে অধিক পরিমান ফুল আসা সুরু করে দিবে।
কমলা মটর দানার হওয়ার সময় যা করবেন
গাছে যে সকল পুরুষ ফুল থাকবে সেগুলো ধরে যাবে এবং যেগুলো নারী ফুল থাকবে তা থেকে কমলা আসবে এবং কমলা যখন মটর দানার মত হবে ঠিক তখন প্লানোফিক্স ১ ফোটা ১ লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। তাহলে সেই মটরদানা রুপ কমলা লেবুগুলো খুব কম পরিমান ঝরে যাবে এবং অধিক কমলা আপনার গাছে ধরবে।
গাছে পোকার আক্রমন হলে যা করবেন
যখন আপনার কমলা গাছে পোকার আক্রমন হবে তখন অল্প পরিমান অর্থাৎ হাফ চামন মরিচ গুড়া, শ্যাম্পু হাফ প্যাকেট রসুন ও পেয়াজ ১ টি করে বেটে তার রস ভাল করে মিশিয়ে ১৫ দিনে ১ বার করে স্প্রে করতে হবে। তাহলে আপনার কমলা গাছে আক্রমনকৃত পোকা আর থাকবেনা। গাছ হবে পোকা মুক্ত।
ফ্যাঙ্গাস এর আক্রমন হলে যা করবেন
গাছে যদি ফ্যাঙ্গাস আক্রমন করে তাহলে আপনি বাজার থেকে যে কোন ফাঙ্গিসাইড পাউডার নিয়ে তা থেকে ২ গ্রাম পাউডার ১ লিটার পানির সাথে ভাল করে মিশিয়ে পুরো গাছ ধুয়ে ফেলুন। তাহলে ফ্যাঙ্গাস আর থাকবেনা আপনার কমলা গাছে।
গাছ থেকে ফল পাড়ার পর যা করবেন
আপনি সারা বছর কমলা গাছ থেকে কমলা পাওয়ার জন্য কিছু করনীয় রয়েছে। যেগুলো হলো যেদিন আপনি গাছ থেকে কমলা পারবেন সেদিক গাছে ব্লাইটক্স ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন।
টবের জন্য মাটি তৈরি
কমলা গাছ একুট বেশি পুষ্টিকর খাবার পছন্দ করে। এই গাছটি পাহাড়ী অঞ্চলে হলে থাকে। তাই এর টবের মাটিও কিছুটা ঐরকম করা উচিত। আর আগেই যেহেতু বলা হয়েছে কমলা গাছ একটু বেশি পুষ্টি গ্রহণ করে তাই মাটি তৈরির সময় মাটি মিশ্রন ৪০%, গাডেন ওয়েল্স ৪০%, ভার্মি কম্পোজ ১০%, রাবিশ (ইটের গুড়ো) ১০% ও জৈব সা, হাড়কুচি বা হাড়ের গুড়া, শিং কুচি বা শিং এর গুড়া, নিম খৈল বা সরিষা খৈল এবং রক্ত সার একসঙ্গে মিশিয়ে মাটি তৈরি করতে হবে।
গাছ লাগানোর পদ্ধতি
একটি ১২ ইঞ্চি টবের জন্য উপরের পদ্ধতি অনুসারে মাটি তৈরি করতে হবে। এরপর একটি সুন্দর ঝাউ জাতীয় ভাল কমলা চারা কিনে তার মধ্যে রোপন করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে টবে গাছ লাগানোর পর যেন মাটি ও টব সমান সমান না হয়। তাহলে পানি দিলে পানি নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ২ থেকে ২.৫ ইঞ্চি উপরে ফাঁকা রেখে টবে গাছ লাগাতে হবে।গাছ লাগানোর পরে করণীয়
গাছ লাগানোর পর গাছে নতুন নতুন কুশি জন্মাবে এবং নতুন ডালপালা ছাড়তে থাকলে আপনি প্রতি ১৫ দিনে একবার করে ১ মুঠো জৈব সার গাছের গোড়ার চারিদিকে ছিটিয়ে দিতে হবে। কারণ আগেই বলা হয়েছে এই কমলা গাছ প্রচুর পুষ্টি গ্রহণ করে থাকে। তাহলে আপনার টবের গাছ অনেক সুন্দর হবে।গাছে ফুল দেখা দিলে যা করবেন
যখন আপনার সখের কমলা গাছে দুই একটি ফুল দেখা দিবে তখন বুস্টার-২ হরমন ১ লিটার পানির সাথে ১ ফোটা মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিতে হবে। তাহলে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার কমলা গাছে অধিক পরিমান ফুল আসা সুরু করে দিবে।কমলা মটর দানার হওয়ার সময় যা করবেন
গাছে যে সকল পুরুষ ফুল থাকবে সেগুলো ধরে যাবে এবং যেগুলো নারী ফুল থাকবে তা থেকে কমলা আসবে এবং কমলা যখন মটর দানার মত হবে ঠিক তখন প্লানোফিক্স ১ ফোটা ১ লিটার পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। তাহলে সেই মটরদানা রুপ কমলা লেবুগুলো খুব কম পরিমান ঝরে যাবে এবং অধিক কমলা আপনার গাছে ধরবে।গাছে পোকার আক্রমন হলে যা করবেন
যখন আপনার কমলা গাছে পোকার আক্রমন হবে তখন অল্প পরিমান অর্থাৎ হাফ চামন মরিচ গুড়া, শ্যাম্পু হাফ প্যাকেট রসুন ও পেয়াজ ১ টি করে বেটে তার রস ভাল করে মিশিয়ে ১৫ দিনে ১ বার করে স্প্রে করতে হবে। তাহলে আপনার কমলা গাছে আক্রমনকৃত পোকা আর থাকবেনা। গাছ হবে পোকা মুক্ত।ফ্যাঙ্গাস এর আক্রমন হলে যা করবেন
গাছে যদি ফ্যাঙ্গাস আক্রমন করে তাহলে আপনি বাজার থেকে যে কোন ফাঙ্গিসাইড পাউডার নিয়ে তা থেকে ২ গ্রাম পাউডার ১ লিটার পানির সাথে ভাল করে মিশিয়ে পুরো গাছ ধুয়ে ফেলুন। তাহলে ফ্যাঙ্গাস আর থাকবেনা আপনার কমলা গাছে।গাছ থেকে ফল পাড়ার পর যা করবেন
আপনি সারা বছর কমলা গাছ থেকে কমলা পাওয়ার জন্য কিছু করনীয় রয়েছে। যেগুলো হলো যেদিন আপনি গাছ থেকে কমলা পারবেন সেদিক গাছে ব্লাইটক্স ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দিবেন।আরো পড়ুন: মেছতা ভাল করার উপায়
দুই দিন পর নিম ওয়েল ১লিটার পানির সঙ্গে ও লিকুইড ডিসওয়াশ মিশিয়ে গাছে স্প্রে করে দিতে হবে। এবং একই নিয়মে আবার ১০ দিন পর পুরো গাছে স্প্রে করে দিবেন। এটি দেওয়ার এক সম্পাহ পরে আপনি চাইলে বাজার থেকে যে ছোট মাছ ক্রয় করে তার কয়েকটি গাছের চারিদিকে ৪-৬ টি একটু মটি গর্ত করে পুতে রাখতে পারেন। তাহলে দেখবেন আপনা গাছে সারা বছর ফল আসবে।
লেখকের মন্তব্যঃ কমলা আমাদের দেশের ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল। ফলের নাম লিখতে বা বলতে গেলে কমলার নাম আসবেনা এমন কি হয়। তাই আপনি নিজে গাছ লাগিয়ে সারাবছর বাড়িতে কমলা খেতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট ঘুরে আসতে পারেন। ধন্যবাদ
উপসংহার
কমলা গাছ আমাদের ছাদ বাগানের জন্য খুব সখের একটি গাছ। আর নিজের গাছের ফল তো আরো অনেক ব্যাপার স্যাপার। তাই আপনি যদি সারা বছর নিজের ছাদবাগান থেকে বা নিজে গাছ রোপন করে কমলা খেতে চান বা নিজের পরিবারকে খাওয়াতে চান তাহলে আপনি এই নিয়ম অনুসরণ করতে পারেন।লেখকের মন্তব্যঃ কমলা আমাদের দেশের ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল। ফলের নাম লিখতে বা বলতে গেলে কমলার নাম আসবেনা এমন কি হয়। তাই আপনি নিজে গাছ লাগিয়ে সারাবছর বাড়িতে কমলা খেতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের ওয়েব সাইট ঘুরে আসতে পারেন। ধন্যবাদ
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url