হাত পা ফর্সা করুন এক দিনে - হাত পা ফর্সা করার কার্যকরী পদ্ধতি

প্রিয় পাঠক আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হলো আপনি কিভাবে আপনার হাত পা ফর্সা করবেন সে বিষয় নিয়ে। আমাদের মাঝে অনেকেই আছে যাদের মুখের চেয়ে হাত ও পা কালো হয়ে থাকে। আর সে জন্য সে কোন পার্টি, ফাংশন বা বেড়াতে যাওয়ার সময় অসস্থি ভোগ করে।
 
হাত পা ফর্সা করুন এক দিনে - হাত পা ফর্সা করার কার্যকরী পদ্ধতি

আর তাই আপনি আপনার হাত পা ফর্সা করুন এক দিনে। আর আসুন সেটি কিভাবে করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করি। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেকের হাত পায়ের চামড়া কুচড়ে যায় এ ধরনের সমস্যার সমাধান হবে আপনি যদি ঘরে বসে সপ্তাহে একদিন নিয়ম অনুসারে এ কাজটি করতে পারেন তাহলে।

ভূমিকা

আমাদের অনেকের বিভিন্ন কাজের কারনে আবার কারো রোদে যাওয়ার কারনে শরীরের ত্বকের চেয়ে হাত ও পায়ের ত্বক মুলত কালো বর্নে হয়ে যায়। যার কারনে আমরা অনেক অসস্থির মধ্যে থাকি। কিন্তু এমন একটি কাজ সপ্তাহে একদিন করলে আপনি উক্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। আসুন কিভাবে সেই কাজটি করবেন তা নিয়ে আলোচনাকরি।

হাত পা ফর্সা করুন এক দিনে

হাত পা ফর্সা করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন বিজ্ঞাপন দেখে আপনি আকৃষ্ট হতে পারেন এবং সে অনুযায়ী কাজ করে কেউ সফল হতে পারিনি। তাই আপনি নিজে নিজে কারো সহযোগিতা ছাড়ায় ঘরোয়া পদ্ধতিতে আপনি আপনার হাত ও পায়ের ফর্সা ভাব বৃদ্ধি করতে পারেন এক নিমিশেই। এছাড়াও কারো কারো হাতে ও পায়ে লোম থাকার কারনে দেখতে কালো লাগে সেই জন্য নিচের কাজগুলো করার জন্য বিভিন্ন লোমনাশক উপাদান দিয়ে সেই লোমগুলো তুলতে পারেন তাহলে খুব সুন্দর দেখাবে।

হাত পা ফর্সা করার কার্যকরী পদ্ধতি

উক্ত কাজটি করার জন্য প্রথমে আপনাকে সারা সপ্তাহে এমন একটি দিন নির্ধারন করুন যে দিনে আপনি সঠিক ভাবে এ কাজটি করতে পারবেন। যে দিনে আপনি কাজটি করতে চাচ্ছেন সেদিন কাজ শুরু করার আগে হালকা কুসুম গরম পানি করে নিন এবার সেই পানি দিয়ে আপনার হাত ও পা ভালো করে ধুতে থাকুন।
 
ভাল করে ধোয়া হয়েগেলে একটি ছোট পাত্রে ১ চামচ চিনি, ১ চা চামচ কফি (খাওয়ার কফি) ও ১ চা চামচ নারিকেল তেল একসঙ্গে ফ্যাট করুন কিছুক্ষন ফ্যাট করার পর সেগুলো আপনার হাতে ও পায়ে ভালো করে লাগাতে থাকুন। লাগানোর সময় আলতো করে ডলতে হবে যাতে করে আপনার হাতে ভালো করে লেগে যায়।
 
এর পর কিছুক্ষন পর তা ধুয়ে ফেলুন। তেখবেন আপনার ত্বক আগের তুলনায় অনেক উজ্জ্বল বর্নের হয়ে গেছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে আর তা হলো একটি ছোট পাত্রে কোলগেট সাদা পেস্ট ১ চা চামচ, ১ চা চামচ লেবুর রস সাথে বেকিং পাউডার অথবা সোডা আধা চামচ পরিমান নিয়ে সেগুলো ভালো ফ্যাট করে আবার আপনার হাতে লাগান।
 
লাগানোর পরে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। এর পর আপনানি সেগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর পর আপনি নিজেই অবাক হবে যে পূর্বের চেয়ে বর্তমানে আপনার সেই হাত ও পায়ের উজ্জ্বলতা দেখে।
 
প্রিয় পাঠক এবার আপনাকে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। ১০ মিনিট পর বডিলোশন (যে কোন ব্রান্ডের) এর সঙ্গে ১টি ভিটামিন ই ক্যাপশুল মিশিয়ে নিন। আপনার ত্বক যদি অতিরিক্ত কালো হয়ে থাকে তাহলে ফেয়ার এন্ড লাভলী ক্রিম নিতে পারেন এবং ত্বক ড্রাই হয়ে থাকলে গ্লিসারীন মিশিয়ে নিতে পারেন। 
 
এবার তা আপনার হাতে ও পায়ে মালিশ করতে হবে। এতে করে আপনার হাত ও পায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং মিশ্রিত দ্রব্যগুলো আপনার ত্বাকের মধ্যে যেতে সহায়তা করবে। তাহলেই কাজ শেষ এবং দেখবেন আপনার ত্বক এক দিনেই কত পরিবর্তন হয়েছে।

উপসংহার

এভাবে আপনি সপ্তাহে ১ দিন করে কিছু দিন ব্যবহার করতে থাকলে আপনি আপনার হাত ও পায়ের কাঙ্খিত উজ্জ্বলতা ফিরে পাবেন। উক্ত নিয়মে কাজ করলে বয়সের কারনে যদি হাত ও পায়ের কুচড়ে যাওয়া চামড়াও টান হতে সাহায্য করবে।
 
লেখকের মন্তব্য: আপনার বয়স যদি ১০ থেকে ১২ বছরের বেশে হয়ে থাকে তাহলেই শুধু উক্ত নিয়মে ঘরোয়া পদ্ধতিতে আপনার হাত ও পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারেন। তবে ১০-১২ বছরের নিচে আপনার বয়স হয়ে থাকলে এ পদ্ধতিটি আপনার জন্য নয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url