অনলাইনে জিডি করার নিয়ম

প্রিয় পাঠক আশা করি ভালো আছেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আর এ যুগে আমরা সকল কাজে কোন না কোন ভাবে অনলাইনের সাথে যুক্তে আছি। আর এ আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমাদের দেশও এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ এ এসেছে আধুনিকতার ছোঁয়া। তাই এখন ঘরে বসে অনলাইনে জিডি করার নিয়ম চালু হয়েছে।
অনলাইনে জিডি করার নিয়ম
আমাদের অনেকেরই ভ্রান্ত ধারনা রয়েছে যে থানায় গেলে বা জিডি করতে হলে পুলিশকে টাকা দিতে হয়। কিন্তু যদি এখন দেখেন আপনাকে আর জিডি করতে থানাতেই যেতে হচ্ছেনা তাহলে কেমন লাগবে। ঠিক ই পড়েছেন, এখন আর আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবেনা।

ভূমিকা

এই ব্যস্ততার সময়ে যখন সবাই ব্যস্ত তাহলে কেমনে যাবেন থানায় এবং কিভাবে করবেন জিডি। তাই সরকারের পক্ষথেকে সাধারণ মানুষের কথা বিবেচনা করে পুলিশ বাহিনীতে যোগ হয়েছে অনলাইন জিডির ব্যবস্থা। অনেকে ভাবেন থানায় কার কাছে যাবেন কিভাবে জিডি করবেন তারা এখন ঘরে বসেই অনলাইনে জিডি করুন।

অনলাইনে জিডি করার নিয়ম

অনলাইনে ডিজি করার জন্য প্রথমত আপনার কাছে একটি স্মাট মোবাইল ফোন থাকতে হবে। মোবাইলে প্রয়োজনীয় ডাটা (এমবি) থাকতে হবে। এর পর আপনার কাছে থাকতে হবে এনআইডি, সচল সিম কার্ড (চালু অবস্থায়), একটি ইমেইল আইডি। উক্ত প্রয়োজনীয় তথ্যগুলো কাছে থাকার পর আপনাকে গুগল প্লে স্টোর থেকে অনলাইন জিডি নামে একটি এ্যাপস রয়েছে সেটি ডাউনলোড করুন।

আরো পড়ুন: দাঁত সুন্দর করার উপায়-দাঁতের যত্ন কিভাবে নিবেন

ডাউনলোড সম্পূর্ন হওয়ার পর সেটি ইস্টল করুন এবং প্রবেশ করুন। প্রথমে আপনাকে নিবন্ধক করতে হবে। নিবন্ধন করতে আপনার আইডি কার্ড নম্বর জন্ম তারিখ দিলে তথ্য আসবে। সব ঠিক থাকলে আপনার ফেস স্ক্যান করার জন্য মোবাইল ক্যামেরা অন হবে। কখনো কখনো ছবির পরিবর্তণ হয়ে থাকলে একটু সময় লাগতে পারে। ছবি স্ক্যান হওয়ার পর আপনার আপনার মোবাইল নম্বর ভেরিফিকেশন হবে এবং ওটিপি দিলে একটিভ করুন।
 
সেখানে প্রবেশের জন্য ইউজার নেম হিসাবে মোবাইল নম্বর দিতে হবে এবং পাসওয়ার্ড হিসাবের আপনার ইচ্ছামত (যেটি মনের রাখতে পারবেন) সেটি দিবেন এবং সকল তথ্য প্রদর্শন হলে সব ঠিক থাকলে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর যা করবেন

এর পর আপনার মোবাইল নম্বর ও পার্সওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। এবার আপনি মোবাইল বা কম্পিউটার উভয় দিয়ে কাজ শুরু করতে পারেন। যার কাছে যেটি ভালো লাগে বা যেটি আছে সিটি ব্যবহার করবেন।

যে যে বিষয়ে জিডি করা যায়

কোন কিছু পেয়া থাকলে বা কোন কিছু হারিয়ে গলে জিডি করতে পারবেন। হারানো জিনিগুলোর মধ্যে গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট, কার্ড, গহনা, সিম কার্ড, অন্যান্য। উক্ত ক্যাটাগরির একটি তথ্য দেখাবে এর মধ্যে ক্লিক করে আপনার প্রয়োজনীয় জিনিসটিতে ক্লিক করলে জিডি করার তথ্য ফরম আসবে।

যে যে বিষয়গুলো পেয়ে থাকলে আপনি অনলাইনে জিডি করতে পারবেন তা হলো গাড়ি, কম্পিউটার, মোবাইল ফোন, ডকুমেন্ট, কার্ড সমূহ, অন্যান্য। উক্ত ক্যাটাগরির তালিকা আপনাকে দেখানো হবে। আপনার যেটা প্রয়োজন সেটি ক্লিক করলে জিডি করার একটি তথ্য ফরম আসবে সেটি আপনি সঠিক ভাবে পুরন করবেন।

জিডি করার পরবর্তী পদক্ষেন

জিডি করা সম্পন্ন হয়ে থাকলে আপনাকে কোথাও যেতে হবে না। সেটি অথ্যাৎ আপনার জিডির আবেদনটি নির্ধারিত সময় ও অফিসিয়াল কাজ সম্পন্ন হওয়ার পর অর্থ্যাৎ সেখানে ডিজি নম্বর ও দায়িত্বরত কর্মকর্তার স্বাক্ষর সম্বলিত একটি হার্ড কপি অনলা্ইন জিডির প্রোফাইল থেকেই সংগ্রহ করে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষন করে রাখবেন।

উপসংহার

উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আপনি অবশ্যই জানতে পেরেছেন কিভাবে অনলাইনে জিডি করতে হয় তার নিয়ম  সম্পর্কে। তাই আর বিরম্বনা না করে আপনার সঠিক তথ্য প্রশাসনের কাছে দিতে এবং আপনি প্রশাসনের সহায়তা পেতে আপনার কোন কিছু হারিয়ে গেলে বা পেয়ে থাকলে এখন থেকে ঘরে বসে অনলাইনে জিডি করুন খুব সহজে।

লেখকের মতামতঃ আধুনিক তথ্য প্রযুক্তির দুনিয়াতে এখন আর কোন কিছুই অসম্ভব নয়। এখন প্রযুক্তির মাধ্যমে সকল কিছু এখন হাতের মুঠোয়। তাই আপনি আপনার হাতের মুঠোয় থাকা স্মাট মোবাইল দিয়ে জিডি করে ফেলুন কোন ঝামেলা ছাড়া। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url