গুগল কন্টেন্ট পলিসি - আর্টিকেল ফরম্যাটিং টেকনিক

প্রিয় পাঠক আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো যেটি হলো গুগল কনটেন্ট পলিটি - আর্টিকেল ফরম্যাটিং টেকনিক। আমরা সকলেই গুগলে কনটেন্ট পাবলিশ বা আর্টিকেল ফরম্যাটিং এর এর সাথে জড়িত। তাই আমাদের সকলের উক্ত বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে।
গুগল কন্টেন্ট পলিসি - আর্টিকেল ফরম্যাটিং টেকনিক

গুগল কনটেন্ট পলিসি বলতে বোঝায় কোন কোন বিষয় গুগল অনুমতি দিয়েছে এবং কোন কোন বিষয়গুলো গুগল কর্তৃপক্ষ অনুমতি দেয়নি সে বিষয় নিয়ে আজকের আলোচনার মুল উদ্দেশ্য।

আরো পড়ুন: আর্টিকেল লেখার টুলস্

ভূমিকা

প্রতিটি ব্লগার ওয়েব সাইডকে গুগললের নিদিষ্ট কিছু রুলস্ রয়েছে যেগুলো মেনে কাজ করা করতে হবে। যদি আপনি দেখেন কোন ওয়েব সাই গুগললের নিয়ম বর্হিভূত কাজ করছে সেক্ষেত্রে আপনি তাকে একটি ওয়ার্নিং দিতে পারেন। যদি তা সে অমান্য করে তাহলে আপনি গুগল কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারেন। তাই আসুন গুগললের সেই নীতিমালা সমূহ যানা যাক।

গুগল কন্টেন্ট পলিসি

আমরা আমাদের ব্লগার ওয়েব সাইডে বিভিন্ন কন্টেন্ট লিখে থাকি। যার জন্য গুগল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ম বিধিনিশেধ রয়েছে যেগুলো মেনে গুগলের নিয়ম অনুযায়ী কাজ করা জরুরী। তাই আসুন গুগলের কন্টেন্ট পলিসি সমূহ আলোচনা করা যাক।

প্রাপ্ত বয়ষ্কদের জন্য কন্টেন্ট

গুগল ব্লগার ওয়েব সাইডে আপনি চাইলে প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ নগ্নতা ভিডিও বা ছবি নিয়েও কাজ করতে পারে এটি গুগলের কাছ থেকে অনুমতি প্রাপ্ত। কিন্তু আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে আপনাকে অবশ্যেই সেটিং থেকে এ্যাডাল্ট কন্টেন্ট ওয়ার্নিং চালু করে রাখতে হবে।

গুগলের প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট সম্পর্কে কিছুটা ব্যতিক্রম নীতিমালা রয়েছে।
  • প্রাপ্তবয়স্কদের দিয়ে অর্থ উপার্জনের উপায় হিসাবে Blogger ব্যবহার করা যাবেনা। যেমন বানিজ্যিক পন্যোগ্রাফি সাইটে বিজ্ঞাপন বা লিঙ্ক রয়েছে এমন ব্লগ তৈরি করা যাবে না।
  • ধর্ষণ, অজাচার, পাশবিকতা বা কোন মৃতদেহের সাথে সঙ্গম সহ কোনও ধরনের অবৈধ যৌন কন্টেন্ট রয়েছে যেগুলো দেওয়া বা তাতে উৎসাহ দেয় এমন ছবি, ভিডিও অথবা লেখা কন্টেন্ট না দেওয়া।
  • কোন ব্যক্তির অনুমতি ছাড়া তার ব্যক্তিগত নগ্নতা, স্পষ্ট যৌনতা অথবা অস্পষ্ট অন্তরঙ্গ ও যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও পোষ্ট করলে তা গুগলের কাছে অভিযোগ জানান যাবে।

বাচ্চাদের যৌন নির্যাতন ও শোষণ

বাচ্চাদের শোষণ বা যৌন নির্যাতন সম্পর্কিত কন্টেন্ট তৈরি, আপলোড বা বন্টন করা যাবে না। বাচ্চাদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত সব ধরনের কন্টেন্ট এর মধ্যে পড়ে। তাই এ ধরনের কোন কন্টেন্ট থাকলে তা সে সম্পর্কে গুগল কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া যাবে এবং তার সঠিক যথাযথ দেখতে পেলে দেশের উপযুক্ত এজেন্সির সাথে যোগাযোগ করে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।

আরো পড়ুন: মোবাইল দিয়ে টাকা আয় করার উপায়

আরও বিশদে বলতে গেলে গুগল আমাদের কোনও প্রোডাক্ট এমনভাবে ব্যবহার করতে দেয়না, যার ফলে কোনও বাচ্চা বিপদে পড়তে পারে। যার ফলে বাচ্চাদের বিরুদ্ধে শোষণমুলক আচারণ ছাড়াও আরও অনেক বিপদ রয়েছে, যেমন:
  • বাচ্চাদের গ্রুম করা (যেমন অনলাইনে বা অফলাইনে বাচ্চাদের সাথে যৌনতা বিষয়ক যোগাযোগ করা ও বাচ্চাদের সাথে এ সম্পর্কিত ছবি আদান প্রদান করা সুবিধার জন্য অনলাইনে কোন বাচ্চার সাথে বন্ধুত্ব করা)
  • যৌনতামুলক শোষন (যেমন কোন বাচ্চার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ধারন করে বা ধারন করার মিথ্যা অভিযোগ করে তাকে প্রতিনিয়ত ধমকানো বা ভয় ভীতি দেখিয়ে ব্ল্যাক মেইল করা)
  • বাচ্চা পাচার (যেমন বাণিজ্যিক কারণে যৌন শোষনের এদ্দেশ্যে বাচ্চাদের দিয়ে বিজ্ঞাপন করানো বা তার জন্য আবেদন করা)
আমাদের এই ধরনের কন্টেন্ট সরিয়ে দিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তা না হলে গুগল কর্তৃপক্ষ ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড সংস্থার মাধ্যমে এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে।

বিপজ্জনক ও বেআইনি অ্যাক্টিভিটি সমূহ

বেআইনি কার্যকলাপের সাথে জড়িত কোন কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। আপনি যদি শিক্ষামুলক, ডকুমেন্টারি, বৈজ্ঞানিক ও শৈল্পিক উদ্দেশ্যে পোষ্ট লিখা যাবে। যদি উক্ত তথ্যের মাধ্যমে কোন বিপজ্জকন বা বেআইনি অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে উক্ত কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। তা না হলে গুগল কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

উত্তক্ত করা, হয়রানি বা হুমকি দেওয়া

আপনার কোন পোষ্টের মাধ্যমে অন্যদের হয়রান করতে পারবেন না। কোন পোস্টের মধ্যে যদি আপনি কাওকে হুমকি দেন বা হয়রানি মুলক আচরন করা, হিংসা বা ক্ষতির শিকার হওয়া, কাওকে তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা সহ এ সম্পর্কিত সকল কাজগুলো প্রচার করা গুগল অনুমতি দেয়না।

ঘৃণাত্মক বক্তব্য

আপনার পোস্টের মাধ্যমে ঘৃণাত্মক কোন বক্তব্যের সাথে জড়িত হবেন না। ঘৃণাত্মক বক্তব্য বলতে কোন ব্যক্তি ব্যক্তিগত পছন্দ-অপছন্দ, লিঙ্গ, লিঙ্গগত পরিচয়, বর্ণ বা বর্ণগত পরিচয়, ধর্ম, প্রতিবন্ধকতা, বয়স, নগিরিকতা বা অন্য কোন চারিত্রিক বৈশিস্ট যেগুলোকে পরিকল্পিতভাবে বৈষম্যমুলক বা প্রান্তিকীকরনের জন্য ঘৃনা বলে ধরেন নেওয়া হয়।

কোনও ব্যক্তি সম্পর্কে ভুল বা মিথ্যা ধারনা

আপনার পোস্টের মধ্যে কোন ব্যক্তি সম্পর্কে সঠিক ভাবে না জেনে শুনে তার বিরুদ্ধে ভুল বা মিথ্যা ধারনার সৃষ্টি করা এবং অন্যের কাছে তা তুলে ধরা। এ সমস্ত কাজ গুগল থেকে নিষিদ্ধ।

ম্যালওয়ার ও একই ধরনের ক্ষতিকর কন্টেন্ট

নেটওয়ার্ক, সার্ভার, ব্যবহারকারীর ডিভঅই অথবা অন্যান্য পরিকাঠামোর অপারেশনকে ক্ষতিগ্রস্ত বা ব্যহত করে এমন ম্যালওয়্যার বা অন্য কোন কন্টেন্ট ট্রান্সমিট করবেন না। এর মধ্যে রয়েছে ম্যালওয়্যার, ভাইরাস, ধ্বংসাত্মক কোড বা অন্যান্য ক্ষতিকর ও অবাঞ্ছিত সফ্টওয়্যার বা অনুরূপ কন্টেন্ট সরাসরি হোস্ট বা এম্বেড করা অথবা ট্রান্সমিট করার মতো কাজ।

বিভ্রান্তি ছড়ানো বিষয়ক কন্টেন্ট

আপনার ব্লগার ওয়েব সাইডে যে সকল পোস্ট করবেন তাতে যেন কোন প্রকার বিভ্রান্তি ছড়ানোর মত কোন পোস্ট না থকে সেদিকে খেয়াল রাখতে হবে। এতে করে দেশে বা সমাজে এক অস্থিতিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই গুলল এই ধরনের কন্টেন্টগুলোকে অনুমতি দেয়না।

সম্মতি বিহীন অনুপযুক্ত ছবি

কোন ব্যক্তি সম্মতি ছাড়া ব্যক্তিগত নগ্নতা, স্পষ্ট যৌনতা বিশেষ অন্তরঙ্গ বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও স্টোর করা বা তা বন্টন করা গুগল কর্তৃপক্ষ এর অনুমতি দেয়না। এ বিষয়ে কেউ কাজ করলে গুগল কর্তৃপক্ষকে অভিযোগ দেওয়া যেতে পারে।

ব্যক্তিগত ও গোপন তথ্য

কোন ব্যক্তি ব্যক্তিগত ও তার গোপন কোন তথ্য তার অনুমতি ব্যতিত পোস্ট করা যাবেনা। যেমন কারো ব্যাংক একাউন্ট নম্বর, ক্রেডিট কার্ড নম্বর, স্বাক্ষর, ছবি ইত্যাদি। যাতে করে সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়রানীর সম্মুখিন হতে পারে।

ফিশিং

ফিশিং করা গুগল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ। এর মধ্যে রয়েছে পাসওয়ার্ড , আর্থি ক বিবরণ ও সোশ্যাল সিকিউরিটি নম্বররের জন্য সংবেদনশীল ডেটার অনুরোধ বা সংগ্রহ। সাধারণ ভাষায় বলা যায় কোন ওয়েব সাইডের মাধ্য কারো পারর্সোনাল ডেটা সংগ্রহ করাকে বলা হয় ফিশিং ওয়েব সাইড।

নিয়ন্ত্রিত পণ্য ও পরিসেবা

নিয়ন্ত্রিত প্রোডাক্ট ও পরিসেবা বিক্রি করা, এর বিজ্ঞাপন দেওয়া বা বিক্রির ব্যবস্থা করা যাবেনা। নিয়ন্ত্রিত প্রোডাক্ট বলতে অ্যালকোহল, জুয়া, ওষুধ, অননুমোদিত সাপ্লিমেন্ট, তামাক, আতসবাদি, অন্ত্র বা স্বাস্থ্য/চিকিৎসা সংক্রান্ত ডিভাইস।

স্প্যাম

স্প্যাম করা কোন ভাবে যাবে না। স্পাম বলতে যা বুঝায় তা হলো কোন লেখা পোস্টের মধ্যে বার বার লেখা বা কোন লেখা অন্য কোন ওয়েব সাইড থেকে কপি করে নিয়ে বসানো। যেগুলো করা সম্পূর্ণ নিষিদ্ধ।

হিংসাত্মক উপায় অবলম্বন করা সংগঠন ও হিংসাত্মক আন্দোলন

আপনর পোস্টের মধ্যে কোন হিংসাত্মক আন্দোলন করা বা এর মাধমে কোন অরাজ্যকতা সৃষ্টি হতে পারে এমন কোন তথ্য দেওয়া যাবেনা। যেমন কোন আন্দোলন, সন্ত্রাসবাদী, জঙ্গিবাদ, হামলা ইত্যাদি কোন কিছু দেওয়া যাবেনা।

অপ্রাপ্তবয়স্কদের অননুমোদিত ছবি

আপনার ওয়েব সাইড ভিজিটের সময় কোন অপ্রাপ্তবয়স্কদের অননুমোদিত কোন ছবি দেখাতে পারবেন না বা শেয়ার করা যাবেনা।

হিংসা ও রক্তপাত

কোন হিংসা বা রক্তপাত জনিত ঘটনা আপনি তুলে ধরতে পারবেননা। যেমন কোন ভাবে হাত কাটা, গলা কাটা, মারামারি, হানাহানি, রক্তপাত ইত্যাদি কোন ছবি ও কোন পোস্ট তুলে ধরতে পারবেন না।

কপিরাইট

কপিরাইট বলতে অন্য কারো ওয়েব সাইড থেকে কোন তথ্য কপি করে আপনার ওয়েব সাইডে বসাতে পারবেন না। আপনি যদি এ ধরনের কাজ করে থাকেন তাহলে সে ব্যক্তি অভিযোগ জানালে আপনি আপনার ওয়েব সাইডে বিজ্ঞপ্তি পেয়ে থাকলে তা গুগল কর্তৃপক্ষ তা বাতিল করতে বাধ্য থাকবে।

Blogger এর কন্টেন্ট সম্পর্কিত নীতি এনফোর্স করা

উপরোক্ত নীতিগুলো যদি কেন অমান্য করে তাহলে গুগল তার বিরুদ্ধে যে সকল ব্যবস্থা গ্রহণ করবে তা হলো-
ব্লগ অথবা পোস্ট দেখার আগে সংবেদনশীল কন্টেন্ট সংক্রান্ত শর্তকবার্তা দেওয়া।
পোস্টটি প্রকাশ করা থেকে সরিয়ে দেওয়া, যাতে শুধুমাত্র ব্লগের লেখকই এটি দেখতে পান।
  • আপত্তিকর কন্টেন্ট, পোস্ট অথবা ব্লগ মুছে দেওয়া।
  • লেখকের ব্লগার অ্যাকাউন্ট অ্যাক্সেক বন্ধ করে দেওয়া।
  • লেখের গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেক বন্ধ করে দেওয়া।
  • উপযুক্ত আইন কর্তৃপক্ষের কাছে ব্যবহারকারীর বিরুদ্ধে অভেোগ জানানো।
এছাড়াও আমরা যদি দেখি যে কোন ব্যবহারকারী বিভিন্ন ব্লগে একইরকমভাবে আপত্তিকর আচরণ করছ তাহলে উপরে উল্লেখিত কোনও একটি পদক্ষেন নিতে পারি। আপনার কোনও ব্লগ বন্ধ করা হয়ে থাকলে অনুরুপ অ্যাক্টিভিটি করার জন্য নতুন কোন ব্লগ তৈরি করবেন না।

এতক্ষন আমরা গুগল কন্টেন্ট পলিসি নিয়ে আলো চনা করলাম। এবার আসুন আমরা আর্টিকেল ফরম্যাটিং টেকনিক নিয়ে কিছু আলোচনা করি।

আর্টিকেল ফরম্যাটিং টেকনিক

ফরম্যাটিং টেকটিনক আয় বৃদ্ধি করার জন্য এক বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি সঠিক ভাবে আর্টিকেল ফরম্যার্টিং টেকনিক না করি তাহলে আমাদের ওয়েব সাইড থেকে আশানারুপ আয় করা সম্ভব নয়। তাই চলুন এবার আর্টিকেল ফরম্যার্টিং টেকনিক নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

ইন্টারেস্ট ধরে রাখা

আর্টিকেল ফরম্যাটিং এর প্রথম কাজ হলো পাঠকের ইন্টারেস্ট ধরে রাখা। কারন আপনি একটি পাঠককে যত বেশি ধরে রাখতে পারবেন আপনার আয় তত বৃদ্ধি পাবে। কিন্তু পাঠকের ইন্টারেস্ট ধরে রাখার জন্য কিছু টেকনিক রয়েছে যেগুলো আপনাকে প্রয়োগ করতে হবে। যেমন

ম্যাজিক্যাল টাইটেল, আপনি আপনার ওয়েব সাইডে যত বেশি ম্যাজিক্যাল টাইটেল লিখবেন ততবেশি ভিজিটর পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জন্য আপনার কোন ব্লগের টাইটেল যেন খুব বেশি এ্যাটাকটিভ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কারন অনেক সময় ভিজিটর টাইটেল দেখে ওয়েব সাইডে প্রবেশ করে।

আমি আপনি শব্দের ব্যবহার, আপনার ব্লগের মধ্যে আমি আপনির শব্দের ব্যবহার করতে হবে। যেন একজন পাঠক পোস্টটি পড়ে এটা অনুভোব করে যে, সে কারো সাথে সরাসরি কথা বলছে। তাহলে সেই পাঠক বেশি সময় ধরে আপনার ওয়েব সাইডের লেখাগুলো পড়বে। আর এজন্য আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে।

অন্যান্য পেজের লিংকিং করা

একজন পাঠককে ওয়েব সাইডে বেশিক্ষন ধরে রাখতে ও তার মাধ্যমে গুগল এ্যাডসেন্স থেকে আয় করতে আপনার লেখার মধ্যে বিভিন্ন জায়গায় লিংকিং এর ব্যবস্থা করতে হবে। যেন পাঠক পড়ার ফাঁকে যে কোন একটি লিংকিং এর ক্লিক করে। তা্ই এদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।

একশন বাটন যোগ করা

আমাদের ব্লগপোস্টের মাধ্যে বিভিন্ন একশন বাটন যোগ করতে হবে। কারন একশন বাটন ও বিভিন্ন লিংকিং বাটন এড করা থাকলে গুগল কর্তৃপক্ষের কাছে আমাদের ওয়েব সাইডে পোস্ট বেশি অথেন্টিক বলে মনে হবে।

SEO অপটিমাইজেশন

উপরোক্ত যে কাজগুলো করা হলো তা যদি সঠিকভাবে করা শেষ করে SEO অপটিমাইজেশন না করি তাহলে আমাদের সকল কাজই বৃথা। তাই বুঝতে পারছেন SEO অপটিমাইজেশন এর কাজ অনেক গরুত্বপূর্ণ।

Adsense ad অপটিমাইজেশন

SEO অপটিমাইজেশন এর মতই গরুত্ব পূর্ণ কাজ হলো Adsense ad অপটিমাইজেশন এ দুইটি কাজ ছাড়া উপরোক্ত কাজগুলো মূল্যহিন। তাই আমাদের এ দুইটি কাজকে বিশেষ নজর দেওয়া উচিত।

উপসংহার

গুগল কন্টেন্ট পলিসি - আর্টিকেল ফরম্যাটিং টেকনিক ছাড়া আপনার ব্লগার ওয়েব সাইডেট পোস্টগুলো মূল্যহিন। তাই আপনাকে সঠিকভাবে গুগল এ্যাডসেন্স এর মাধ্যমে ভালে আয় করতে চান বা আপনার পোস্ট র‌্যাংক করাতে চান এবং গুগলের সঠিক নিয়ম মেনে কাজ করতে চান তাহলে উক্ত বিষয়গুলো সঠিক ভাবে মনে রেখে কাজ করতে হবে।

লেখকের মন্তব্য : উপরোক্ত বিষয় আলোচনার মাধ্যমে আমি আপনাদের মাঝে গুগল কন্টেন্ট পলিসি - আর্টিকেল ফরম্যাটিং টেকনিক সম্পর্কে কিছুটা ধারনা দিতে সক্ষম হয়েছি। তাই আপনি উক্ত বিষয়গুলো মেনে কাজ করতে থাকুন তাহলেই ভালো কিছু হবে মনে মনে করি। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;

comment url