আর্টিকেল লেখার টুলস্
আমাদের পেজটিকে ফলো করার জন্য অভিনন্দন, প্রিয় পাঠক আজ আমি আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূণ তথ্য নিয়ে আলোচনা করবো যেগুলো আপনার একটি আর্টিকেল লেখার জন্য পদে পদে প্রয়োজন হবে। ঠিক ই পড়েছেনে তাই আর দেরি না করে আর্টিকেল লেখার সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে বিস্তারিক আলোচনা করা যাক।
ভূমিকা
আমাদের আর্টিকেল লেখার জন্য বেশ কিছু দিক ফলো করে কাজ করতে হয়। যেগুলো আমাদের ঠিক রেখে কাজ করতে হবে তা না হলো আমরা গুগল এর কাছে আমাদের পোষ্টগুলো র্যাংক করাতে ব্যর্থ হবো এমকি এই ভুলের কারনে আমাদের ওয়েব সাইটিও বাদ হয়ে যেতে পারে। যেগুলো পর্যায়ক্রমে আলোচনা করা হেলো
স্ক্রিনশটস টেকনিকস
আমরা যখন কোন আর্টিকেল লিখে থাকি তখন আমাদের অনেক কিছু দেখানো প্রয়োজন হয়। আ এগুলো সঠিক ভাবে দেখানোর জন্য ঐ সমস্ত জিনিসগুলোকে স্ক্রিনশটের মাধ্যমে দেখানো হয়। যেমন ধরুন আমি একটি কাজ করবো ধরুন অনলাইনে জমির খাজনা দেবো সেই ক্ষেত্রে কি করতে হবে চলুন দেখি
আমাদের উক্ত ওয়েব সাইডে যেতে হবে এর পর কি করতে হবে
প্রিয় পাঠক আমি উপরে যে ছবিগুলো দিয়েছে মুলত এগুলো হলো স্ক্রিনশট পিকচার। স্ক্রিটশন নেওয়ার কারন হলো আমার যে অংশটুকু নেওয়া প্রয়োজন ঠিক সেই অংশটুকু নিয়ে কাজ করতে পারি। কিন্তু এখন মুল প্রশ্ন হলো হলো আমরা যারা মোবাইল ব্যবহার করি তারা হয়তো মোবাইলের মাধ্যমে কিভাবে স্ক্রিনশট নিতে হয় সেগুলো জানি কিন্তু কম্পিউটার বা ল্যাপটবের মাধ্যমে কিভাবে স্ক্রিনশট নিতে হয় জানিনা।
আমরা যারা কম্পিউটার বা ল্যাপটব ব্যবহার করি উইন্ডোজ ১০ বা ১১ তারা আমাদের স্টাট মেনুমে গিয়ে স্নিপিং টুল লিখে সার্চ করলে সেই সফটওয়্যারটি আমরা খুজে পাবো আর সেই টুলস এর মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি। এবং সেগুলো আমরা বিভিন্ন ইডিট মটিফাই ফটোশপের মাধ্যমে করে ব্যবহার করতে পারি। এছাড়াও গুগলো আরো অনেক টুলস পাওয়া যায় যেগুলো আমরা ব্যবহার করতে পারি।
গ্রামাটিক্যাল এর চেকার
আমরা লেখা লেখির সময় আমাদের মনের অজান্তে অনেক বানান ভুল হয়ে থাকে। আর সেগুলো কিভাবে চেক করবেন। আমরা হয়তো অনেকেই জানি ইংরেজি লেখার সময় বানান ভুল হয়ে থাকলে সেই লেখার নিচে লাল দাগ আসে। ভুল বানান ঠিক করার জন্য উক্ত লেখার উপর মাউসের রাইট বাটন চাপলে সঠিক বানানটি চলে আসে। কিন্তু বাংলা লেখা কিভাবে চেক করবেন।
বাংলা গ্রামটিক্যাল চেক করার জন্য আপনি চাইলে অভ্রোস্পেল চেকারের মাধ্যে লিখতে পারেন। আপনার কম্পিউটারে যদি অভ্রো সেটআপ করা থাকে তাহলে আপনা কম্পিউটারের স্টাট মেনুতে গিয়ে অভ্রো লিখে সার্চ করলে আপনার কাছে অভ্রো স্প্রেল চেকআর নামে একটি সফটওয়্যার ওপেন হবে। আপনি যদি স্প্রেল চেকআর ওপেন করে লিখেন এবং যদি চেক করতে চান তাহলে সেখানে স্পেল চেক নামে একটি অপশন পাবেন।
অথবা কিবোর্ড থেকে F7 কি চেপে ইন্টার দিলে ভুল তথ্যগুলো লাল হয়ে যাবে স্পেল চেক করতে পারেন। এর মধ্যে বিভিন্ন অপশন আছে যেগুলো খেয়াল রেখে দেখে দেখে কাজ করলে আশা করি আপনার গ্রামাটিক্যাল সমস্যার সমাধান হবে।
কপিরাইটিং বিশ্লেষন
আমাদের এবারের আলোচনার বিষয় হলো কপিরাইটিং বিশ্লেষন। আমরা যখনই শুনে থাকি কপিরাইটিং তাহলে আমাদের মনের মধ্যে প্রথমে চলে আসে কোন কিছু দেখে লেখা বা অন্য কোন জায়গার জিনিস কপি করে আরেক জায়গাস বসানো। কিন্তু আসলে কি তাই না Copy Right বলতে কোন কিছুর সত্যাধিকার বা মালিককে বুঝায়।
যেমন ধরুন কোন কিছু লেখা নিচে আমরা Copy Right বাই ওমুক দেখি কিন্তু এগুলো কোনটিই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে নয়। আসুন জেনে নিয় Copy Right এর আসল উদাহরণ। মনে করেন আপনি একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিলবোর্ডে কোন কিছুর ভালো এ্যাড আপনার চখে পড়লো। সেটার দিকে আপনি একটু বেশি আকর্ষন হয়ে সেই পন্যনি ক্রয় করলেন। সেটি হলো Copy Right.
Plagiarism কি? কেন ব্যবহার করবেন না
আমরা এবার আপনাদের মাঝে Plagiarism কি তা নিয়ে আলোচনা করবো। Plagiarism মুলত আপনি একটি আর্টিকেল লিখে আপনার ওয়েব সাইডে পাবলিশ করেছেন আর কেউ আপনার ওয়েব সাইডেট সেই লেখর পুরোটি বা অর্ধেক বা কোন অংশ বিশেষ কপি করে তাদের ওয়েব সাইডে পোষ্ট করেছে আপনাকে কোন প্রকার ক্রেডিট না দিয়ে। আমরা সাধারণত এই কাজগুলোকে Plagiarism হিসাবে ধরে নেই। বা এই কাজগুলোই হলো Plagiarism .
উক্ত লেখা পড়েই আপনি বুঝতে পেরেছেন উক্ত কাজ ঠিক নয়। কেউ যদি করে তাহলে আপনি তার বিরুদ্ধে কপিরাইট ইস্যুতে আইনের আওতায় আনতে পারবেন। আপনার লেখা কেউ কপি করেছে কিনা তা চেক করার জন্য আপনার আর্টিকেলের লিংক বা কোন অংশ বিশেস কপি করে copyscape.com এই ওয়েব সাইডে আসার পর সেখানে বসিয়ে দিয়ে সার্চ করলেও আপনি দেখতে পাবেন কেউ কপি করে কিনা।
আর্টিকেল স্পিনিং ও স্ক্রয়পিং বিশ্লেষণ
আমরা এবার আপনাদের মাঝে আটিকেল স্পিনিং ও স্ক্রয়পিং নিয়ে আলোচনা করবো। আর্টিকেল স্পিনিং বলতে একটি আর্টিকেল থেকে আরেকটি আর্টিকেল তৈরি করাকে বুঝায় এবং নতুন আর্টিকেলটি আগের আটিকেলের তুলনায় আলাদা বা ভিন্ন। ভিন্ন বলতে এখানে বুঝানো হয়েছে যে আগের আর্টিকেল যে লিখা আছে সেই লিখায় থাকবে কিন্তু লেখাগুলো একটু ঘুরিয়ে ফিরিয় হবে।
ধরুন একটি আর্টিকেলে ২০০০ শব্দ রয়েছে। সেই আর্টিকেলের মধ্য থেকে ১০০০০ শব্দের একটি আর্টিকেল তৈরি করাকে স্পিনিং বলে থাকি। যেমন ধরুন একটি আর্টিকেলের লেখাগুলো কপি করে যদি আমরা free-article-spinner.com এর মধ্যে প্রবেশ করে ইনপুট টেক্স এ পেস্ট করি এবং ইনপুট সিম্বল করে স্পিং টেক্স করি তাহলে আমরা আউটপুট টেক্স পাবো।
এটি যদি আমরা অন্য কোন ওয়েব সাইডে পাবলিশ করি তাহলে কেও আমাদের কপি রাইট ইস্ট্রাইক দিতে পারবেনা কারন এই আর্টিকেল সম্পূর্ণ ভিন্ন হেয়ে গেছে। এখন যদি কেউ বলেন এভাবে লিখলে কি আমাদের পোষ্ট র্যাংক করবে। এক্ষেত্রে কখনো র্যাংক করবে আবার নাও করতে পারে। গুগল কর্তৃপক্ষ যদি বুঝতে পারে আপনার পোষ্টগুলো এভাবে লিখা তাহলে আপনার ওয়েব সাইটি নষ্ট হয়ে যেতে পারে।
এবার স্ক্রয়পিং নিয়ে আলোচনা করবো।স্ক্রয়পিং হলো কোন একটি কিওয়ার্ড যদি সেখানে বসাই এবং স্পিং টেক্স করলে সেই কিওয়ার্ড এর উপর একটি পোষ্ট অপমেটিক তৈরি করে দিবে। এই কাজকে স্ক্রয়পিং বলে। এক্ষেত্রে আপনি গুগলে গিয়ে আর্টিকেল স্ত্রয়পিং লিখে সার্চ করলে আপনি উক্ত ওয়েব সাইটি পেয়ে যাবেন। কিন্তু আপনি এভাবে কাজলে করলে গুগল কর্তৃপক্ষ বুঝতে পারলে আপনার জন্য একটু রিক্স হয়ে যাবে।
উপসংহার
উপরোক্ত তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আর্টিকেল লিখার বিভিন্ন নিয়ম ও বিভিন্ন টুলস এর সঠিক ব্যবহার। উপরোক্ত বিষয় মাথায় রেখে যদি আমরা লিখে পাবলিশ করি তাহলে আমরা খুব সহজেই গুগলে র্যাংক করা সহ গুগলের নির্দেশনা মোতাবেক আমাদের ওয়েব সাইড পরিচালনা করতে পারি।
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url