কী ওয়ার্ড বলতে যা বুঝায় যানা দরকার
কী ওয়ার্ড হলো কোন টপিকের মুল ভাব বা শব্দ। কী ওয়ার্ড বলতে বুঝায় আমরা সাধারণত সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি তাকে সাধারণত কী ওয়ার্ড হিসাবে ধরে নেওয়া যায়। আমরা কোন কিছু গুগল সার্চ ইঞ্জিন বা অন্য কোন সার্চ ইঞ্জিনে লিখলে সেই রিলেটেড অনেক কিছু আমাদের সামনে প্রদর্শন হয়ে থাকে। সাধারণ ভাষায় বলা যায় কী ওয়ার্ড একটি কন্টেন কে খুজে পাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ উপায়।
Long tail keyword
আমরা Hard terms keyword আর Long tail keyword কী ওযার্ড বলতে যা বুঝি। আমরা যদি গুগলে গিয়ে Bargar লিখে সার্চ করি তাহলে সেটি হবে Hard terms keyword আর যদি How to make a Bargar লিখে সার্চ করি তাহলে সেটি ধরে নিতে পারি Long tail keyword.
এছাড়াও আরেক প্রকার কী ওয়ার্ড আমরা ধরে নিতে পারি যাকে রিলেটেড কী ওয়ার্ড বলা যায়।
আমরা যে ভাবে কী ওয়ার্ড বেচে নিতে পারি:
কী ওয়ার্ড মুলত একটি কন্টেনকে গুগল সার্চ ইঞ্জিনে র্যাংকিং এ নিয়ে যাওয়ার একটি মাধ্যম। এমতাবস্থায় আমাদেরকে সঠিক ভাবে ভেবে চিন্তা করে কীওয়ার্ড তৈরী করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা বিভিন্ন কী ওয়ার্ড টুলস্ ব্যবহার করতে পারি। যার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কী ওয়ার্ড তৈরি করতে পারি।
কী ওয়ার্ড কেন গুরুত্বপূর্ণ:
কী ওয়ার্ড হলো কন্টেন এবং সার্চ ইঞ্জিনের মধ্যে একটি যোগসূত্র। আপনি সঠিক কী ওয়ার্ড ব্যবহার না করলে আপনার আসানারুপ কন্টেন গুগল সার্চ ইঞ্জিন থেকে নাও পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সঠিক ভাবে কী ওয়ার্ড প্রয়োগ করতে হবে।কী ওয়ার্ড কত প্রকার:
কী ওয়ার্ড কত প্রকার তা আসলে সঠিক ভাবে বলা যায়না। তবে বিভিন্ন বিষয় বিশ্লেষ করে কী ওয়ার্ডকে সাধারণ দুই ভাবে ভাগ করা যেতে পারে। যা নিম্নরুপ:Hard terms keywordLong tail keyword
আমরা Hard terms keyword আর Long tail keyword কী ওযার্ড বলতে যা বুঝি। আমরা যদি গুগলে গিয়ে Bargar লিখে সার্চ করি তাহলে সেটি হবে Hard terms keyword আর যদি How to make a Bargar লিখে সার্চ করি তাহলে সেটি ধরে নিতে পারি Long tail keyword.
এছাড়াও আরেক প্রকার কী ওয়ার্ড আমরা ধরে নিতে পারি যাকে রিলেটেড কী ওয়ার্ড বলা যায়।
আমরা যে ভাবে কী ওয়ার্ড বেচে নিতে পারি:
কী ওয়ার্ড মুলত একটি কন্টেনকে গুগল সার্চ ইঞ্জিনে র্যাংকিং এ নিয়ে যাওয়ার একটি মাধ্যম। এমতাবস্থায় আমাদেরকে সঠিক ভাবে ভেবে চিন্তা করে কীওয়ার্ড তৈরী করা প্রয়োজন। এক্ষেত্রে আমরা বিভিন্ন কী ওয়ার্ড টুলস্ ব্যবহার করতে পারি। যার মাধ্যমে আমরা সুন্দর সুন্দর কী ওয়ার্ড তৈরি করতে পারি।
কী ওয়ার্ড রিসার্চ টুলস সমূহ:
- Google AdWords: Keyword Planner (ফ্রি)
- Soovle (ফ্রি)
- Google trends (ফ্রি)
- Keword Tool.io (পেইড+ফ্রি)
- Ahrefs Keywords Explorer (পেইড)
আপডেট ব্লগ২৪ এর নীতিমালা মেনে কমেন্ট করুন; প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়;
comment url